Untitled-1

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০১৫: শিক্ষা দিবসে ৮ দফা দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শেষে পায়রা চত্বরে ফিরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক নেতা আব্দুল মোমিন, আলী কদর, আলমগীর হোসেন, রেজাউল ইসলাম, সালেহা বেগম, মহিলা সম্পাদিকা, ফরিদা বেগম, কানু গোপাল মজুমদার, রেজাউল করিম, নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, সভাপতি, মনিরুজ্জামান, অধ্যক্ষ মাছুদ করিম, সাইফুল ইসলাম, মকবুল হোসেন তোতা প্রমুখ। নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ, টাইম স্কেল পুন:বহাল, স্কেলের ৫০% বাড়ী ভাড়া, মেডিকেল ও ইনক্রিমেন্ট, ২০১০ প্রণীত শিক্ষানীতি দ্রুত বাস্তবায়ন, সংশোধিত জনবল কাঠামো বাস্তবায়ন, ১ বছরের মধ্যে অবসর ও কণ্যাণ ভাতা প্রদান, ও নন-এম.পি.ও ভূক্ত প্রতিষ্ঠানসমূহ দ্রুত এম.পি.ও ভূক্ত করণ করার দাবি জানান। অবিলম্বে তাদের এসব দাবীসমূহ বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।