upa-nirbachon

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০১৫: টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার দুদিনের মাথায় ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিল অনুযায়ী, ২৮ অক্টোবরের পরিবর্তে ভোটগ্রহণ হবে ১০ নভেম্বর। হজের মৌসুম হওয়ায় আগ্রহী প্রার্থীদের মনোনয়ন দাখিলের সুবিধার্থে তফসিলে এই পরিবর্তন আনলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, পুনঃতফসিলের সময়সূচি বৃহস্পতিবার সংশোধিত প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।

ইসি সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ অক্টোবর, বাছাই ১৩ অক্টোবর, প্রত্যাহারের শেষ সময় ২১ অক্টোবর এবং ভোট গ্রহণ ১০ নভেম্বর।এরআগে গত মঙ্গলবার ইসি যে তফসিল ঘোষণা করেছিল তাতে ভোটগ্রহণের তারিখ ছিল ২৮ অক্টোবর। এ আসনটি ছিল আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর। হজ, নবী মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রীর ছেলে জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে লতিফ সিদ্দিকী পদত্যাগ করলে শূন্য ঘোষিত হয় টাঙ্গাইল-৪ আসনটি।এই আসনের নির্বাচনে ইতোমধ্যে লড়ার ঘোষণা দিয়েছে লতিফ সিদ্দিকীর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল বাংলাদেশ কৃষক-শ্রমিক-জনতা লীগ।হজ মৌসুম সামনে রেখে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার জন্য তফসিলে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ নিজেও এবার সস্ত্রীক হজে গেছেন। বৃহস্পতিবার তার অনুপস্থিতিতেই পুনঃতফসিল ঘোষণা করা হয়।এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পুনঃতফসিলের প্রজ্ঞাপন টাঙ্গাইলেও জানানো হয়েছে।

গত মঙ্গলবার সিইসি এ উপনির্বাচনের যে তফসিল ঘোষণা করেছিলেন, তাতে ২৮ অক্টোবর ভোটের দিন রাখা হয়েছিল।টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লতিফ। হজ নিয়ে মন্ত ব্যের কারণে বিতর্কের মধ্যে গতবছর তাকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হয়।এরপরও তার সাংসদ পদে থাকা নিয়ে প্রশ্ন উঠলে গত ১ সেপ্টেম্বর সংসদে আবেগময় এক বক্তৃতা দিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন সাবেক মন্ত্রী লতিফ। এর দুই দিনের মাথায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ওই পদত্যাগপত্র গ্রহণ করে আসনটি শূন্য ঘোষণা করেন।