150824100350_bangla_bd_rana_plaza_movie_ban_640x360_bbc_nocredit

দৈনিকবার্তা-ঢাকা, ১৭  সেপ্টেম্বর ২০১৫: আলোচিত ‘রানা প্লাজা’ ধস নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের ওপর হাইকোর্টের ছয়মাসের নিষেধাজ্ঞা স্থগিত করে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দেয়া আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেয়া হয়েছে৷ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ (ডিসমিস্ড) দেয়৷আদালতে রিভিউ আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন৷ রানা প্লাজা চলচ্চিত্রের প্রযোজক শামীমা আকতারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও এ এম আমিনউদ্দিন৷ রাস্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম৷

এখন চলচ্চিত্রটি প্রদর্শনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী৷রানা প্লাজা ধস নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের ওপর ছয়মাসের নিষেধাজ্ঞা আরোপ করে গত ২৪ আগস্ট আদেশ দেয় হাইকোর্ট৷ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোসত্মফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়৷ ফলে গত ৪ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা এ চল”িচত্রটি প্রেক্ষাগৃহে প্রদর্শন বা কোনো মাধ্যমে সমপ্রচার করা স্থগিত হয়ে যায়৷ গত ২০ আগস্ট ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপস্নয়িজ লীগের সভাপতি চলচ্চিত্রটির বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন৷ রিটে বলা হয়, ১৯৭৭ সালের ফিল্মস সেন্সরশিপ রম্নলস অনুযায়ী চলচ্চিত্রে কোনো ভীতিকর দৃশ্য প্রদর্শন বা দেখানো যাবে না৷ কিন্তু এ সিনেমায় বিভিন্ন ভীতিকর দৃশ্য রয়েছে বলে রিটে দাবী করা হয়৷পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন চলচ্চিত্রটির প্রযোজক শামীমা আকতার৷ এ আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ গত ৬ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশ ছয়মাসের জন্য স্থগিত করে আদেশ দেয়৷ আপিল বিভাগের দেয়া ওই আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করে রিটকারী পক্ষ৷

সাভারের রানা প্লাজা ধসের ১৭ দিন পর ধ্বংসস্তপ থেকে পোশাককর্মী রেশমাকে উদ্ধারের ঘটনা নিয়ে চলচ্চিত্রটি্ নির্মিত হয়েছে৷ ওই চলচ্চিত্রের জন্য সেন্সর বোর্ডের দেয়া সনদের কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট৷ এছাড়াও চলচ্চিত্রটির সেন্সর বোর্ডের দেয়া সনদ বাতিল প্রশ্নে রুল জারি করা হয়েছিল৷ শামীম আক্তার প্রযোজিত ও নজরুল ইসলাম খান পরিচালিত রানা প্লাজা চলচ্চিত্রের দৈঘর্্য ২ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড৷ বিভিন্ন দৃশ্যের কারণে এ চলচ্চিত্রের ছাড়পত্র দীর্ঘদিন আটকে থাকলেও শেষ পর্যনত্ম গত ১৬ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘রানা প্লাজা’ চলচ্চিত্রকে সনদপত্র দেয়৷

ঢাকা জেলার সাভার এলাকায় ২০১৩ সালের ২৪ এপ্রিল ইতিহাসের ভয়াবহতম রানা পস্নাজা ধসের ঘটনা ঘটে৷ ওই ভবনে পাচঁটি পোষাক কারখানা ছিলো৷ রানা পস্নাজা ভবন ধসের ওই ঘটনায় এগার’শরও বেশী পোশাক শ্রমিকের নির্মম মৃতু্য হয়৷ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেক শ্রমিক৷ রানা পস্নাজা ধসের ১৭ দিন পর ধ্বংসস্তুপ থেকে পোশাককর্মী রেশমাকে উদ্ধারের ঘটনা ঘটে৷ এ ঘটনায় দেশ বিদেশে ব্যপক চাঞ্চল্যের সৃস্টি করে৷ রেশমা চরিত্রকে নিয়ে রানা পস্নাজা চলচ্চিত্র নির্মান করা হয়েছে বলে বলে জানান এর পরিচালক নজরুল৷ নায়িকা পরিমনি জানান তিনি এ চরিত্রে অভিনয় করেছেন৷