61807_1

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০১৫: আগামী বছরের জানুয়ারি মাসের ১১ তারিখে ফিফার সদর দপ্তর জুরিখে চলতি বছরের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে৷ ফিফা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে৷

গত বছর ফিফার বিশ্বসেরা এই পুরস্কার জয় করেছিলেন রিয়াল মাদ্রিদ ও পতর্ুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ কিন্তু এবার বার্সেলোনার হয়ে অসাধারণ একটি মৌসুম কাটানো রোনাল্ডোর পুরনো প্রতিদ্বন্দ্বী লিয়নেল মেসি আবারো তার হারানো গৌরবটি ফিরে পাবার আশা করছেন৷ এই অনুষ্ঠানে বিশ্বসেরা মহিলা ফুটবলারের নামও ঘোষণা করা হবে৷ এছাড়া পুরম্নষ ও মহিলা ফুটবলে সেরা কোচ এবং বর্ষসেরা গোলের জন্য পুসকাস এ্যাওয়ার্ড বিজয়ীর নামও ঘোষিত হবে৷