Gournadi Photo 17-09-15

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১৭ সেপ্টেম্বর ২০১৫: বরিশালের গৌরনদীতে গতকাল বৃহস্পতিবার সকালে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে বিভিন্ন স্কুলের শিক্ষাথর্ীদের মধ্যে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷
ব্রাক শিক্ষা কর্মসূচী-পেইস এর আয়োজনে স্কুল বিতর্ক বিকাশ ১৫ এর প্রতিযোগীতায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৪টি স্কুলের শিক্ষাথর্ীরা অংশগ্রহন করে ৷ প্রতিযোগীতায় আগৈলঝাড়া বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়কে ২ পয়েন্টে হারিয়ে গৌরনদীর নাঠৈ রিজিয়া গার্লস স্কুল বিজয়ী হয় ৷স্কুল বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মীর আঃ আহসান আজাদ ৷ বিচারকের দায়িত্ব পালন করেন গৌরনদী প্রেসক্লাব সহ সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব,প্রভাষক নাজনীন নাহার ও সাংবাদিক মোঃ মনিরুজ্জামান ৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাক কর্মকতা সাবরিনা সুলতানা কান্তা,অসীম কুমার বিশ্বাস,তানিয়া খানম,লোকাল রিসোর্স পারসন (মেন্টর) নিপা মোনালিসা প্রমূখ ৷