cow-trak

দৈনিকবার্তা-গাজীপুর, ১৭সেপ্টেম্বর ২০১৫: কোরবানী ঈদ উপলক্ষে বিক্রির জন্য নিয়ে যাবার সময় গাজীপুরে বৃহস্পতিবার গরুসহ একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এসময় চালক ব্যাবসায়ীসহ গরুবাহী ট্রাকের আরোহীদের হাত-পা ও মুখ বেধে বনে ফেলে রেখে গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে।গরু ব্যবসায়িদের বরাত দিয়ে পুলিশ ও এলাকাবাসি জানায়, রাজশাহী থেকে ১৯টি গরু বিক্রির জন্য ক’ব্যাবসায়ী একটি ট্রাকে করে নোয়াখালীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পথে বৃহস্পতিবার ভোরে ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের মীরেরবাজার এলাকায় পৌঁছলে একটি পিকআপ এসে গরুবাহী ট্রাকটির গতিরোধ করে। এসময় পিকআপ থেকে ১০-১২জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেধে ট্রাকের চালক, হেলপার, গরু ব্যবসায়িদেরসহ গরুবাহী ট্রাকটি নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা ওই চালক, হেলপার, ব্যবসায়িদের গাজীপুর সিটি কর্পোরেশনের মাষ্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বনে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক, হেলপার, ব্যবসায়িদের উদ্ধার করে। ঘটনার পর পুলিশ গরু ও ট্রাক উদ্ধারে অভিযান চালিয়েছে।