rajon-doinikbarta

দৈনিকবার্তা-সিলেট, ১৬ সেপ্টেম্বর ২০১৫ : সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন রখেছে আদালত।মামলাটি বুধবার সিলেটের মহানগর দায়রা জজ আদালতে ওঠার পর বিচারক আকবার হোসেন মৃধা নথি দেখে শুনানির এই তারিখ নির্ধারণ করেন।আদালত পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ বলেন, হাকিম আদালত থেকে দায়রা জজ আদালতে স্থানান্তরের পর বিচারক আজ মামলার নথিপত্র দেখেছেন। মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে হাজির করা হলেও অভিযোগ গঠনের শুনানি হয়নি।”

চুরির অভিযোগ তুলে গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে খুঁটিতে বেঁধে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলে সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়।ঘটনার তদন্ত শেষে গত ১৬ অগাস্ট ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।আসামিরা হলেন- কামরুল ইসলাম, তার ভাই আলী হায়দার, মুহিত আলম, শামীম আহমেদ; স্থানীয় ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ, আয়াজ আলী ও পাভেল আহমেদ।এদের মধ্যে পলাতক কামরুল, শামীম ও পাভেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের আদালতে হাজির হতে বলে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।রাজন হত্যার পরদিন কামরুল সৌদি আরবে পালিয়ে গেলেও প্রবাসীদের সহযোগিতায় সেখানে তাকে আটক করা হয়। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।গত ৭ সেপ্টেম্বর সিলেট মহানগর হাকিম আদালত এ মামলা শুনানির জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন।