শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটে ৯টি ফেরী চলাচল শুরু

দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ১৬ সেপ্টেম্বর ২০১৫ : অবশেষে শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটে পুনরায় ফেরী চলাচল শুরু হয়েছে। নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের আপকাটের ড্রেজিং চ্যানেল উন্মুক্ত করার পরপরই বুধবার সকাল ১১টা থেকে এ চ্যানেলে ফেরী চলাচল শুরু হয়।তবে এ ড্রেজিং চ্যানেল দিয়ে এ রুটের ৩টি রো রো,৪টি কে টাইপ,একটি মিডিয়াম ফেরীসহ মোট ৮টি ফেরী একমুখী চলাচল করছে।অপরদিকে বিকল্প চ্যানেল দিয়ে চলছে একটি ডাম্ব ফেরী টাপলো।তবে শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটে ৫টি ডাম্ব ফেরী চলাচল এখনো বন্ধ রয়েছে।

সম্প্রতি পদ্মায় তীব্র ¯্রােত আর ভয়াবহ নাব্যতা সঙ্কটের কারণে বন্ধপ্রায় হয়ে পড়ে শিমুলিয়া নৌরুটের ফেরী চলাচল।এ সময় দু’তিনটি ছোট কেটাইপ ফেরী ব্যতীত প্রায় সবকটি ফেরী চলাচল বন্ধ ছিল।একপর্যায়ে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এ নৌরুটে দ্রুত নাব্যতা সঙ্কট নিরসনে ড্রেজিংয়ের কারণে ১১সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫দিন ফেরী চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। এতে করে ঐ ৫দিন ধরে ড্রেজিং চ্যানেলে ফেরী চলাচল সম্পূর্ণ রাখে মাওয়া ফেরী কর্তৃপক্ষ।এরই মধ্যে সিনোহাইড্রো কোম্পানীর একটি ড্রেজারসহ বিআইডব্লিউটিএর ২টি ও ভাড়ায় আনা একোয়া মেরিনের আরো ২টি প্রাইভেট ড্রেজার পলি অপসারণ কাজ চালায়। বিআইডব্লিউটিসির মাওয়াস্থ সহকারী মহা ব্যবস্থাপক এস এম ,আশিকুজ্জামান জানান, বিকেলে জানান,গতকাল মোট ৯টি ফেরী চলাচল করলেও পদ্মার ¯্রােত ও লৌহজং টার্নিংয়ে নতুন করে ডাউনকাটের ড্রেজিং কাজ শুরু হওয়ায় বাকী ৫টি ডাম্ব ফেরী চলাচল এখনো বন্ধ রয়েছে বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আহমেদ আলী জানান । এদিকে গতকাল সকালে শিমুলিয়া ঘাটে প্রায় শতাধিক বিভিন্ন যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন ফেরী পারপারের অপেক্ষায় ছিল।বেলা ১১টার পর বন্ধ হওয়া আগের চ্যানেল দিয়ে ফের ফেরী চলাচল শুরু হওয়ায় পদ্মা পারাপারের যাত্রীসহ আসন্ন ঈদে ঘরমুখো মানুষের মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।