Gournadi Photo 16-09-15

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১৫ সেপ্টেম্বর ২০১৫ : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল নামক স্থানে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আহত, ৫ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬ টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দু’পাশে প্রায় ৩ কি:মি: যানযটের সৃষ্টি হয়ে সকাল ৬টা থেকে ১১ টা পর্যন্ত ৫ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনায় বরিশাল থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যাওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচরে যায় ও চালক গুরুত্বর আহত হয়। আহতকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত চালকের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানা পুলিশ ও গৌরনদী হাইওয়ে পুলিশের তৎপরতায় দীর্ঘ ৫ ঘন্টা পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সরজমিনে গিয়ে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা (খুলনা মেট্রো ট- ১১-১৩২৩) পল্লি বিদ্যুতের খাম্বাবাহী ট্রাকের সাথে বরিশাল থেকে মালামাল খালাসী শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা (ঢাকা মেট্রো ট-১৬-১০৮৩) খালি ট্রাকের সাথে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল নামক স্থানে ক্রসিংয়ের সময় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে তাৎক্ষনিক উজিরপুর মডেল থানা পুলিশ ও গৌরনদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এবং তাদের তৎপরতায় সকাল ১১ টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।