দৈনিকবার্তা-ঢাকা,১৫সেপ্টেম্বর : তিন মাসের বিরতি দিয়ে আবার ক্রিকেটে ফিরছেন সুরেশ রায়না। বাংলাদেশ এ দলের বিপক্ষে তার লক্ষ্য বড় স্কোর গড়ে নির্বাচকদের নজরে আসা। রায়না সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। যেখানে ভারত পর্যদুস্তু হয়েছিল ২-১ ব্যবধানে।বাংলাদেশ সিরিজে ব্যাট হাতে পুরনো রায়নার দেখা পাওয়া যায়নি। পরের সিরিজে তাকে জিম্বাবুয়ে সফরে না পাঠিয়ে বিশ্রাম দেওয়া হয়। দীর্ঘ পরিসরের ক্রিকেটে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি বলে ছিলেন না শ্রীলংকা সফরে বিরাট কোহলির দলে।অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হচ্ছে ভারতের লম্বা সিরিজ। তিনটি টি২০, পাঁচটি ওয়ানডে এবং চার টেস্টের সিরিজ খেলবে ভারত। রায়না চাচ্ছেন, এই সিরিজের আগে বাংলাদেশ এ দলের বিরুদ্ধে যতটা সম্ভব বড় ইনিংস খেলে নিজেকে তৈরি করতে। যাতে নির্বাচকরা তাকে নিয়ে দীর্ঘপরিসরের ক্রিকেটেও ভাবেন।
এই মুহূর্তে বেঙ্গালুরুতে রয়েছে বাংলাদেশ এ দল। এই দলে একমাত্র সাকলাইন সজীব ছাড়া বাংলাদেশের সবারই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা। পেস আক্রমণে রুবেল হোসেন-তাসকিন আহমেদের সঙ্গে আছেন শফিউল ইসলাম এবং আল-আমিন হোসেন।সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা সৌম্য সরকার, নাসির হোসেনদের সঙ্গে রয়েছেন জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা এনামুল হক। মুমিনুল হকের নেতৃত্বে দলটিকে তাই জাতীয় দলের ছায়া দল বললেও ভুল হবে না।
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ভারতের নির্বাচক কমিটিও বাজিয়ে দেখতে চাইছেন তাদের প্রতিভাবান ক্রিকেটারদের। এরইমাঝে নির্বাচকদের মনে ধরেছে, করুন নায়ার, কেদার যাদব, মনিশ পান্ডে, ধবল কুলকার্নি এবং করণ শর্মাকে। এদের মধ্যে যাদব এবং পান্ডে জিম্বাবুয়ে সিরিজ খেলেছেন। এই দুজনের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্ভাব্য ৩০ জনের দলে থাকারও সম্ভাবনা রয়েছে।