দৈনিকবার্তা-ঢাকা,১৫সেপ্টেম্বর : দিন দুয়েক আগে প্রাইমব্যাংকের অনুষ্ঠানে এসে বিপিএলে দল বাড়ানোর আভাস দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। খুলনা দলটি নিয়ে আগ্রহও প্রকাশ করেছে একটি কর্পোরেট প্রতিষ্ঠান। তারা নাকি প্রস্তুত, অপেক্ষা কেবল বিসিবির সবুজ সংকেত পাওয়ার।এদিকে দল বাড়ানোসহ আরো নানা বিষয়ে আগামী বুধবার বিশেষ সভায় বসতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল।বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা জানালেন, বিষয়টি নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি তারা। তবে আগামী বুধবারের বৈঠকেই হয়তো একটা কুল-কিনারা ঠিক করতে পারবেন তারা।
এ বিষয়ে আফজালুর রহমান সিনহা বলেন, ‘আগামী বুধবার সকালেই আমরা (বিপিএল গভর্নিং কাউন্সিল) মিটিংয়ে বসবো। আশা করি,বেলা ১২টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে আমরা জানাতে পারবো। আপাতত ছয়টি দল আছে। দল বাড়ানো হবে কি না, এটা বুধবারের সভাতেই সিদ্ধান্ত হবে।এখন পর্যন্ত নতুন ও পুরণো মিলে ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ঢাকা গ্লাডিয়েটর্সের মালিকানা পেতে যাচ্ছে বেক্সিমকো গ্র“প। বরিশাল বার্নার্সের মালিকানায় এক্সিওম গ্র“প ও চিটাগাং কিংসের মালিকানায় থাকছে ডিবিএল গ্র“প। সিলেট রয়্যালস ও রংপুর রাইডার্স নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করায় এ দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন করা হয়নি।
অন্যদিকে ষষ্ঠ দল হিসেবে বিপিএলে এসেছে পুরনো ফ্র্যাঞ্চাইজি আলিফ গ্র“প। তবে এবার তারা বরিশাল বার্নাস দলটি পাচ্ছে না। তাদের দেওয়া হতে পারে সিলেট রয়্যালস। আর সিলেট রয়্যালস নাম বদলে হতে পারে কুমিল্লা লিজেন্ডস। সপ্তম দল হিসেবে খুলনা রয়েল বেঙ্গল ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছে নতুন একটি প্রতিষ্ঠান। বুধবারের সভাতে চূড়ান্ত হবে বিপিএলের তৃতীয় আসরে থাকবে কয়টি দল।