দৈনিকবার্তা-গাজীপুর, ১৫ সেপ্টেম্বর: গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপের্াট অপারেশন ট্রেনিং (বিপসট) মঙ্গলবার পরিদর্শন করেছেন জাতিসংঘের অন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অব ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট (ডিএফএস) মি. অতুল খের এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল৷
জাতিসংঘের প্রতিনিধি দলটি বিপসটে এসে পৌছলে এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান পিএসসি অভ্যর্থনা জানান৷ প্রতিনিধিদলটি বিপসটের বিভিন্ন প্রশিৰণ পরিদর্শণ করেন৷ পরে প্রশাাসনিক ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে মিলিত হয়ে বিভিন্ন শানত্মি রক্ষা বিষয়ের উপর বিপসটের কমান্ড্যান্টের সঙ্গে মতবিনিময় করেন৷ পরিদর্শণকালে জাতিসংঘের শানত্মি রক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকান্ড এবং বিপসট’র প্রশিৰণ কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়৷ পরে প্রতিনিধিদলটি বিপসট’র বিভিন্ন আভ্যনত্মরীণ ও মাঠ পর্যায়ের প্রশিৰণ সুবিধাদি পরিদর্শণ করেন৷ এছাড়াও পরিদর্শণ দল বিদ্রোহী দল দ্বারা আক্রানত্ম জাতিসংঘের উদ্বাস্তু ক্যাম্পে বসবাসরত অসামরিক লোকদের উপর আক্রমণ/হামলা ও পরবর্তীকালে উচুঁমানের শানত্মিরৰী বাহিনী কর্তৃক উদ্ধার অভিযানের মহড়া প্রত্যক্ষ করেন৷ বিকেল পর্যনত্ম পরিদর্শণকালে অন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অব ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট (ডিএফএস) মি. অতুল খের বিপসট এর প্রশিৰণ মান এবং প্রশিৰণ সুবিধাদিও ব্যাপারে ভ্থয়সী প্রশংসা করেন এবং বিপসট’র উন্নতি কামনা করেন৷ তিনি প্রায় তিন দশক ধরে বিশ্বব্যাপী শানত্মিরক্ষায় বাংলাদেশের শানত্মিরৰীদের মহতি অবদানের উচ্ছসিত প্রশংসা করেন৷
উলেস্নখ্য, বিপসট বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি শানত্মিরৰা সংক্রানত্ম প্রশিৰণ প্রদানকারী আনত্মর্জাতিক মানের প্রতিষ্ঠাণ, যেখানে দেশী এবং বিদেশী শানত্মিরৰীরা প্রশিৰণ গ্রহন করেন৷