দৈনিকবার্তা-গাজীপুর, ১৫ সেপ্টেম্বর ২০১৫: গাজীপুরের কালীগঞ্জে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক বখাটে যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত৷ মঙ্গলবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরম্নজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে এ দন্ড প্রদান করেন৷ দন্ড প্রাপ্তের নাম নাজমুল হাসান (২০)৷ সে স্থানীয় মোক্তারপুর এলাকার শিংলাব গ্রামের মো. নুরম্নল আমিনের ছেলে৷
কালীগঞ্জ ইউএনও অফিস ও থানা সূত্রে জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে নাজমুল হাসান প্রায় ৭/৮ মাস ধরে উত্যক্ত করে আসছিল৷ বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবকদের কাছে জানায়৷ মঙ্গলবার সকালে অভিভাবকগণ কালীগঞ্জের ইউএনওকে ঘটনাটি অবগত করেন৷ পরে তিনি কালীগঞ্জ থানার ওসি মো. মুসত্মাফিজুর রহমানের সহযোগীতায় দোলন বাজার এলাকা হতে বখাটে ওই যুবককে আটক করেন৷ দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কালীগঞ্জ ইউএনও মো. মনিরম্নজ্জামান অভিযুক্ত নাজমুলকে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন৷