e4f5322bda64a7436c49dd2a4b67fe01

দৈনিকবার্তা-বরিশাল, ১৫ সেপ্টেম্বর: আয়কর দেওয়ার পর টাকা সাদা হয়ে যায়৷ আয়কর না দিলে যতোই সত্‍ উপার্জন হোক, তা কালো হিসেবে গণ্য হয় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু৷বরিশালে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ আয়কর মেলার উদ্বোধন করা হয়৷

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চল উন্নয়নবঞ্চিত৷ তবে বর্তমান প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চলের মানুষের প্রতি সুদৃষ্টি আছে৷ তাই আজ দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে৷ এতে এই অঞ্চলের মানুষের আয় আরও বৃদ্ধি পাবে৷ এরআগে জাতীয় আয়কর দিবস উপলক্ষে ক্লাব রোডের আঞ্চলিক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়৷ পরে পায়রা ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী৷এদিকে, এবার আয়কর দিবসে বরিশাল সিটি করপোরেশনসহ (বিসিসি) বিভাগের ৬ জেলার সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ৩৫ জন সেরা করদাতাকে সম্মাননা দেওয়া হবে৷তারা হলেন, বিসিসি এলাকার যোগেশ চন্দ্র সাহা, ডা. এম এম আরিফুর রহমান, কাজী সফিকুল আলম শওকত, হাসানুর রহমান রিমন এমপি ও মো. রফি উদ্দিন আহমেদ ফেরদৌস৷

বরিশাল জেলা কর অঞ্চলের সুকুমার চন্দ্র সাহা, মো. আলাউদ্দিন ভূঁইয়া, চিত্তরঞ্জন পাল, মো. ফারুক সরদার ও মো. নূরুল ইসলাম হাওলাদার৷ঝালকাঠি কর অঞ্চলের মো. আলী আকবর, মো. মনিরুল ইসলাম, সন্তোষ কুমার বণিক, মো. নাসির উদ্দিন খান ও মো. মতিউর রহমান৷পিরোজপুর কর অঞ্চলের হাওলাদার দেলোয়ার হোসেন, মো. মিরাজুল ইসলাম, মো. ছালাম খান, মো. মশিউর রহমান ও মো. হাবিবুর রহমান৷পটুয়াখালী কর অঞ্চলের মো. শাহজাহান, মো. রিয়াজ উদ্দিন, হাবিবুর রহমান, মো. আখতারুজ্জামান ও বিপুল হাওলাদার৷ভোলা কর অঞ্চলের মো. খোরশেদ আলম, মো. ইউনুছ আল মামুন, মো. রফিকুল ইসলাম, মো. আ. খালেক ও মো. ওবায়দুল হক রতন৷বরগুনা কর অঞ্চলের মো. আইয়ুব আলী, এম ফারুক মৃধা, মো. হযরত আলী গাজী, মো. কামাল হোসেন ও মো. বাবুল মিয়া৷ বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মো. জাহিদ হাসান জানান, এবারের মেলায় নতুন করদাতাদের জন্য থাকবে ই-টিআইএন রেজিস্ট্রেশন ও পুরাতন করদাতাদের জন্য টিআইএন রি-রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন ফরম সিটিজেন চার্টার সরবরাহ ও জমা দেওয়ার ব্যবস্থা এবং তাত্‍ক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র প্রদান৷এছাড়া হেল্প ডেঙ্রে মাধ্যমে করদাতাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান, অধিক্ষেত্র অনুযায়ী আয়কর রিটার্ন জমা দানে সহায়তা, ই- পেমেন্টের মাধ্যমে আয়কর প্রদানের সুবিধা৷