দৈনিকবার্তা-ঢাকা,১৫সেপ্টেম্বর :অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ধনকবের ও সাবেক ব্যাংকার ম্যালকম টার্নবুল অস্ট্রেলিয়ার অর্থনীতিকে গতিশীল করার এবং তার পূর্বসূরির বিভাজনের দৃষ্টিভঙ্গি অবসানের অঙ্গীকার করেছেন।টার্নবুল আইন প্রণেতাদের উদ্দেশে বলেন, একজন অস্ট্রেলীয় হিসেবে আমরা অত্যন্ত উত্তেজনাকর সময়ে বাস করছি।ম্যালকম টার্নবুল বলেন, অস্ট্রেলিয়াকে একটি উচ্চ মজুরির, উদার সামাজিক কল্যাণমুখী অর্থনীতি হিসেবে টিকে থাকতে হলে একে বেগবান ও গতিশীল হতে হবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, অস্ট্রেলিয়াকে অবশ্যই ভবিষ্যৎ-দর্শী হতে হবে। আর এ জন্য চাই আত্মবিশ্বাস ও নেতৃত্ব।মার্জিত ও রুচিশীল সাবেক ব্যারিস্টার ও সাংবাদিক টার্নবুল বারবার সহযোগিতার ভিত্তিতে সরকার পরিচালনার অঙ্গীকার করেছেন। ৬০ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী এমপিদের উদ্দেশে বলেন, মন্ত্রিসভা পরিচালিত সরকার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের একটি যৌথপদ্ধতি।তিনি বলেন, আমি একটি প্রচলিত মন্ত্রিসভা-চালিত সরকারের নেতৃত্ব দেবো।
সাবেক ব্যাংকার ও ব্যবসায়ী মালকম টার্নবুল মঙ্গলবার অস্ট্রেলিয়ার ২৯তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। ভোটে লিবারেল পার্টির নেতা হিসেবে টনি অ্যাবোটকে পরাজিত করার এক দিন পর তিনি শপথ নিলেন।দেশটির রাজধানী ক্যানবেরায় গভর্নর-জেনারেল পিটার কসগ্রভের দপ্তরে টার্নবুল শপথ নেন। তিনি অস্ট্রেলিয়ায় নতুন ধাচের কার্যকর নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।