দৈনিকবার্তা-ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০১৫: গত ১৩/০৯/১৫ তারিখ রবিবার রাত ১০.১৫ রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ৷ গ্রেফতারকৃতের নাম মোঃ ইব্রাহিম খান ওরফে ভাগিনা তুষার৷ এ সময় তার হেফাজত হতে একটি বিদেশী পিসত্মল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তুষার জানায়, সে ঢাকা মহানগরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী৷ রামপুরা বাড্ডা এলাকায় সে তার পোষ্য সন্ত্রাসীদের সাহায্যে এলাকার জনজীবন নিরাপত্তাহীন করে তুলছিল৷ তার বিরম্নদ্ধে রামপুরা, খিলগাঁও ও বাড্ডা থানায় হত্যা, অস্ত্র, হত্যার চেষ্টা, চাঁদাবাজি, মারামারি সংক্রানত্মে ২০ টিরও অধিক মামলা রয়েছে৷ উলেস্নখ্য, শীর্ষ সন্ত্রাসী তুষার বর্তমানে জেলে আটক শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশের আপন ভাগিনা৷ গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোঃ মনিরম্নল ইসলাম, বিপিএম (বার), পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম, পিপিএম এর সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার নুরন্নবী এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইকবাল হোছাইন পিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়৷