দৈনিকবার্তা-ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০১৫: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) মন্ত্রিসভা বৈঠকে প্রত্যাহারের সিদ্ধান্তের খবরে উল্লাসে মেতে উঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় তাদের কাঙ্খিত এ দাবি বাস্তবায়নের খবর ছড়িয়ে পড়লে সড়কের চেহারাই পাল্টে যায়।এ সময় শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভের পরিবর্তে কেউ একে অন্যকে জড়িয়ে ধরেন।আবার কেউ লাফিয়ে উল্লাসে ফেটে পড়েন।তবে ভ্যাট বাতিলের চূড়ান্ত ঘোষণার অপেক্ষার পর সড়ক থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। কয়েকটি সংবাদ মাধ্যমে ভ্যাট প্রত্যাহারের খবর আসায় উল্লাসে মেতে উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।তারা বলছেন, শিক্ষার্থীদের ‘ন্যায্য দাবির’ মুখে সরকার ‘নতি স্বীকার’ করতে বাধ্য হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফি’র ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট (মূসক) ডত্যাহার করা হয়। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফিতে যে ভ্যাট আরোপের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী, তা প্রত্যাহার করা হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষার প্রতি আগ্রহী দেশের সকল স্তরের মানুষ নির্দিষ্ট সামর্থ্যের মধ্যেও ছেলে- মেয়েদের শিক্ষার জন্য প্রচুর অর্থ ব্যয় করছেন।বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফিতে মূসক আরোপিত থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফিতে মূসক আরোপিত নেই। ইংলিশ মিডিয়াম স্কুলের পাশাপাশি এ খাতগুলোকেও মূসকের আওতায় আনা প্রয়োজন।গত কয়েক দিনের মত সোমবার সকালে রামপুরা-বাড্ডা, গুলশান, উত্তরা ও কাকলিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এরপর বেলা ১২টার পর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এলে আন্দোলনকারীদের অবস্থানে শুরু হয় উল্লাস। ভ্যাট প্রত্যাহারের খবর শুনে অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে উৎসব শুরু করেন শিক্ষার্থীরা।ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর বলেন, মন্ত্রিসভা বৈঠকে টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে এমন খবর আমরা জানতে পেরে শিক্ষার্থীদের অবহিত করি। খবর পেয়ে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে আনন্দ উল্লাসে মেতে উঠেন।শিক্ষার্থীরা জানান, সকাল থেকে শিক্ষার্থীরা রাজধানীর বারিধারা-বসুন্ধরা মোড়ে বিক্ষোভ করছিলেন। দুপুরে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের খবরে তারা আনন্দ ও বিজয় মিছিল শুরু করেন।তারা বলেন, এখন ওই এলাকায় সড়ক অবরোধ নেই। শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করতে করতে ফিরে গেছেন।
এর আগে ভ্যাট প্রত্যাহারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তৃতীয় দিন সোমবারও ক্লাস বর্জনের পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা,সিলেট এবং সাভারের বিভিন্ন এলাকায়ও শিক্ষার্থীরা বিক্ষোভ করে।শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনে রোববারও অচল ছিল ঢাকা। এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একযোগে ঢাকার রাজপথ দখলে নেয়। তারা কমপক্ষে নয়টি পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে। এছাড়া আরও ছয়টি পয়েন্টে রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে। রাস্তা অবরোধের কারণে জনভোগান্তি চরম আকার ধারণ করেছিল।ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী,খুলনা,সিলেট এবং সাভারের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে আন্দোলন ছড়িয়ে পড়ে।আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারে মন্ত্রিসভায় সিদ্ধান্তের খবরের পরপর রামপুরা ও উত্তরা, ধানমণ্ডি ২৭ নম্বর, সাত মসজিদ রোডসহ রাজধানীর সব এলাকায় থেকে অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা।
ইউআইটিএসের সিএসই বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যে পারে, সেটা আমরা করে দেখালাম। শিক্ষার্থীদের ন্যায্য দাবির মুখে সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে।একই বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, ২০১৫ সাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়ের বছর। শিক্ষায় ভ্যাট দিলে তা গ্রহণযোগ্য হয় না, তা এই আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিশোধের ঘোষণার পর আন্দোলন থেকে সরে দাঁড়ানো সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আসাদুজ্জমান রনো বলেন, আমরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই। ভ্যাট নিয়ে শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়েছিলো। তার অবসান হল।উত্তরার বিইউএফটির শিক্ষার্থী মো. সামির বলেন, ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের খবর শুনে আমরা অবরোধ তুলে নিয়েছি। ভবিষ্যতে আবার ভ্যাট আরোপ করা হলে আমরা আবার আন্দোলনে নামব।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, আমরা অবরোধ তুলে নিয়েছি। রাস্তা ছেড়ে ক্যাম্পাসে উৎসব করছি। এখানে টিভি চলছে। আমরা সরকারের আনুষ্ঠানিক ঘোষণা দেখতে চাই।অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিন্দু বলেন, ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে আমরা শুনেছি। তবে এখনো আমরা নিশ্চিত নই। নিশ্চিত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেব।সরকার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে।
গত বৃহস্পতিবার তাদের অবরোধে ঢাকা কার্যত অচল হয়ে গেলে সরকার জানায়, ওই ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে, শিক্ষার্থীরা নয়।কিন্তু কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বেতন বাড়িয়ে ছাত্রদের কাছ থেকেই ভ্যাটের টাকা আদায় করবে- এই আশঙ্কায় শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়। রোববারও বিভিন্ন সড়কে তাদের অবরোধের কারণে নগরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত েেনয়া হয় বলে বৈঠক সূত্রে জানা যায়।ভ্যাট প্রত্যাহারের সংবাদ আন্দোলনকারীদের কাছে পৌঁছলে আনন্দ-উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরে তারা সড়ক থেকে সরে যায়, শুরু হয় যান চলাচল। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এখন আমরা সাময়িকভাবে অবরোধ তুলে নিয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেয়া হলে পুনরায় এ আন্দোলন শুরু হবে।রাজধানীর একাধিক পয়েন্টে অবস্থানরত আমাদের সংবাদকমীরা জানিয়েছেন, বর্তমানে নগরীর সব সড়কে যান চলাচল শুরু হয়েছে, সচল হচ্ছে ঢাকা। এর আগে সকালে ভ্যাটবিরোধী আন্দোলনের তৃতীয় দিনে রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর, সাত মসজিদ রোড, রামপুরা ব্রিজ, শাহজাদপুর, গুলশান-২, বসুন্ধরা আবাসিক এলাকায় রাস্তায় অবরোধ করছে শিক্ষার্থীরা। এ কারণে রাজধানীর প্রায় সবসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
বৈঠক সূত্রে আরো জানা যায়, গত রাত থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সিনিয়র মন্ত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের আরোপিত ভ্যাট নিয়ে কথা বলেন।এরপরই ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার বৈঠকেও এ সিদ্ধান্ত নেয়া হয়। রোববারই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেছিলেন, ভ্যাট নিয়ে যে জটিলতা হয়েছে, সে বিষয়টির একটি সম্মানজনক সমাধানে পৌঁছানো যাবে।শিগগিরই এই সমস্যার সমাধান হবে।ভ্যাট প্রত্যাহারের সংবাদ আন্দোলনকারীদের কাছে পৌঁছলে আনন্দ-উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরে তারা সড়ক থেকে সরে যায়, শুরু হয় যান চলাচল। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এখন আমরা সাময়িকভাবে অবরোধ তুলে নিয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেয়া হলে পুনরায় এ আন্দোলন শুরু হবে।উল্লেখ্য, ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে রাস্তায় নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমে রাজধানীর রামপুরায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় পুলিশ তাদের ওপর গুলিও চালায়। এ ঘটনার পরই মূলত আন্দোলন আরো জোরালো হয়। সঙ্গে যোগ দেয় বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা।