Arrest-Doinikbarta

দৈনিকবার্তা-ফেনী, ১৪ সেপ্টেম্বর ২০১৫: ফেনী শহরের রামপুর থেকে শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ওই এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী পলাতক সাইফুল ইসলামকে আটক করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত সাইফুল ওই ইউনিয়নের শাহাপুর মাষ্টার বাড়ীর আবদুল জলিলের (জলিল ড্রাইভার) ছেলে। বহুল আলোচিত সাংবাদিক রাশেদুল হাসান’র উপর হামলার ঘটনায় জড়িত ছিল সাইফুল।এর আগে ৬ মার্চ মোটবী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত অবস্থায় থেকে দৈনিক ফেনীর সময় সহ-সম্পাদক ও নিউজ পোর্টাল নতুন ফেনী’র সম্পাদক রাশেদুল হাসানকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে সাইফুলসহ তার সহযোগিরা। এ ঘটনায় সাইফুলসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ থেকে ৭ জনের নামে মামলা দায়ের করা হয়।ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান সাইফুল ইসলামকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।