দৈনিকবার্তা-গাজীপুর, ১৪ সেপ্টেম্বর ২০১৫: পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলে নতুন করে বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত ও তাদের ৭টি ঘাঁটি ধ্বংস হয়েছে।দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে। রোববার পাকিস্তানের গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকা উত্তর ওয়াজিরিস্তানের শাওয়ালে এই হামলা চালানো হয়েছে। সেখানে গত বছরের জুন মাস থেকে তালেবান ও আল-কায়েদার ঘাঁটি লক্ষ্য করে সেনাবাহিনী একটি বড় ধরনের অভিযান চালায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।রোববার রাতে সেনাবাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আজ (রোববার) শাওয়ালে বিমান হামলায় ১৫ সন্ত্রাসী নিহত ও তাদের ৭টি ঘাঁটি ধ্বংস হয়েছে।২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের পর ২০০৪ সাল থেকে পাকিস্তান সরকার ইসলামপš’ী জঙ্গিদের বিরদ্ধে লড়াই করে যাচ্ছে।পাকিস্তানের কর্মকর্তারা জানান, গত বছর সর্বশেষ অভিযান শুরু হওয়ার পর ৩৫০০ এর বেশি জঙ্গি নিহত হয়েছে।