দৈনিকবার্তা-জাবি, ১৪ সেপ্টেম্বর ২০১৫: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রদল নেতাকে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে এঘটনা ঘটে। ছাত্রলীগের মারধরের শিকার ইসরাফিল চৌধুরি সোহেল (অর্থনীতি বিভাগ, ৪০ তম ব্যাচ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ইসরাফিল সোহেলকে ক্লাস থেকে ডেকে আনেন রফিক জব্বার হল ছাত্রলীগের সভাপতি নওশাদ আলম অনিক। সমাজ বিজ্ঞান অনুষদের গ্যালারির ভিতরে নিয়ে অনিকসহ আলবেরুনী (সম্প্রসারিত ভবন) হল ছাত্রলীগ সভাপতি সুমন সরকার, উপ সম্পাদক ইসতিয়াক আহমেদ, সহ সম্পাদক অনিক কুমার ও মেহেদী রোমানের নেতৃত্বে লোহার রড-পাইপ ও লাঠি দিয়ে ১০-১২ জন ছাত্রলীগকর্মী ইসরাফিলকে বেঢড়ক পেটায়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদ্যস্য মেহেদী ইকবালসহ সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক শ্যামল কুমার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
শ্যামল কুমার জানান, হাত-পা সহ দেহের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে।ইসরাফিল চৌধুরি চৌধুরি সোহেল শরষর্ষ নিউজকে বলেন, “অনিক আমাকে ক্লাস থেকে ডেকে বলে মামা কথা আছে, একটু বাইরে এসো। ক্লাস আছে বলে আমি প্রথমে আসতে চাইনি। পরে আমাকে বলে জরুরি কথা আছে। মামা একটু বাইরে আয়। পরে সমাজ বিজ্ঞানের গ্যালারিসহ সমাজ বিজ্ঞানের সামনে দুদফা মারধর করে।রফিক জব্বার হল ছাত্রলীগ সভাপতি নওশাদ আলম অনিক বলেন, ছাত্রলীগ নিয়ে ফেসবুকে বিরুপ মন্তব্য করায় তাকে চড় থাপ্পর দেয়া হয়েছে।জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, প্রধানমন্ত্রী, আওয়ামীলীগ, সজিব ওয়াজেদ জয় ও ছাত্রলীগ নিয়ে কটুক্তি করায় জুনিয়ররা মারধর করেছে বলে শুনেছি।সহকারী প্রক্টর মেহেদেী ইকবাল বলেন, অভিযোগের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নিবে।