Gazipur-(1)- 14 September 2015-Two Youth Arrest With Gajaদৈনিকবার্তা-গাজীপুর, ১৪ সেপ্টেম্বর ২০১৫: গাজীপুরে একটি কাভার্ড ভ্যান থেকে পাঁচ বস্তা গাঁজা উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এসময় ওই কাভার্ডভ্যানের চালকসহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নলঘড়িয়া এলাকার মৃত জুলমত খাঁনের ছেলে মো. সিরাজ খান (৪০) ও ময়মনসিংহের ত্রিশাল থানার বাবুপুর এলাকার মৃত একিন আলীর ছেলে কাভার্ড ভ্যান চালক আশরাফুল ইসলাম (৩২)।

জয়দেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাতে পুলিশ সিটি কর্পোরেশনের হায়দরাদ এলাকার রমনী কুমার উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কে দাঁড় করিয়ে রাখা এলাকায় একটি কভার্ড ভ্যানে তল্লাশী চালায় জয়দেবপুর থানা পুলিশ। এসময় ওই ভ্যান থেকে প্লাস্টিকের পাঁচ বস্তা ভর্তি ৫০ কেজি গাঁজা ও ভ্যান চালকসহ দুই জনকে আটক করা হয়। গাঁজাগুলো ছোট ছোট প্যাকেট (প্রতি প্যাকেটের ওজন ১ কেজি) করে বস্তা গুলোতে রাখাছিল। পুলিশ কাভার্ড ভ্যানটিও জব্দ করেছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। কুড়িগ্রাম ও নারায়নগঞ্জের গাউয়াছিয়া এলাকা থেকে ওই গাঁজা গাজীপুরের হায়দরাবাদ ও ঢাকায় সরবরাহের জন্য আনা হয়েছিল। এঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।