Msss_133585816

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০১৫: বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাও চলবে।বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মোশাররফের আনা আবেদন খারিজ করে সোমবার এ রায় দেয়। ফলে বিচারিক আদালতে মোশাররফের বিরুদ্ধে এ মামলাটি চলতে আর কোনো বাধা থাকলো না বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।এর ফলে বিচারিক আদালতে মোশাররফের বিরুদ্ধে মামলাটি চলতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।একই সঙ্গে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

একই সঙ্গে তাকে হাইকোর্টের রায়ে কপি পাওয়ার ৫০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছে আদালত। মামলাটি বাতিল চেয়ে আনা আবেদন নিস্পত্তি করে এ রায় দেয়া হয়।বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি সংক্রান্ত মামলায় চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই সরকারের ১০ মন্ত্রীসহ ১৬ জনকে আসামি করা হয়। ২০০৮ সালের ২৬ ফেব্র“য়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করে দুদক। এ মামলায় মোশাররফ ছাড়াও আসামিদের মধ্যে আরো রয়েছেন- বেগম খালেদা জিয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার। এর আগে গত ১ আগস্ট গ্যাটকো দুর্নীতি সংক্রান্ত মামলার বৈধতা চ্যালেঞ্জ করে একেএম মোশাররফ হোসেনের আনা আবেদনও খারিজ করে রায় দেয় হাইকোর্ট।দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্র“য়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুদক। একই বছরের ৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন এ কে এম মোশাররফ। এর আগে গত ১ আগস্ট গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করেন হাইকোর্ট।