দৈনিকবার্তা-ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০১৫: জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ঢুকে ফিলিস্তিনি প্রতিবাদকারীদের উপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার জেরে দ্বিতীয় দিনের মতো গড়িয়েছে ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ। এ ঘটনায় সোমবার ইসরায়েলি পুলিশ বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে।ইসরায়েলি পুলিশের দাবি, পরিদর্শনকালে প্রতিবাদকারীরা ইহুদি ও পর্যটকদের হয়রানি করছেন কি না, এটি দেখতেই তারা মসজিদ প্রাঙ্গণে ঢুকেছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন যুবক তাদের উপর পাথর নিক্ষেপ করেন। রোববার মসজিদ প্রাঙ্গণে ঢুকে ফিলিস্তিনি প্রতিবাদকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের উপর পাথর নিক্ষেপ করে আল আকসায় অবস্থান নেয়া প্রতিবাদকারীরা।
এর আগে, গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালান আল আকসা চত্বরে দু’টি ফিলিস্তিনি সংগঠনের কর্মীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ফিলিস্তিনে। মুসলমানদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থাপনা আল আকসার পীঠস্থান পূর্ব জেরুজালেম ১৯৬৭ সালে ইসরায়েল দখল করে নেয়।