দৈনিকবার্তা-ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০১৫: রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে হিযবুত তাহ্রীর এর ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতদের নাম একরামুল খায়ের ওরফে অপু, মোঃ আব্দুল কাইয়ুম ওরফে কাইয়ুম, মোঃ নাজমুল হাসান ওরফে নিপন, মোঃ ইব্রাহীম শেখ ও মোঃ রাশেদুল ইসলাম শেখ।এ সময় তাদের হেফাজত হতে বিভিন্ন ধরনের লিফলেট, জিহাদী বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমের মাধ্যমে খিলাফাহ প্রতিষ্ঠার পরিকল্পনা করছিল। উল্লেখ্য, গ্রেফতারকৃত একরামুল খায়ের ওরফে অপু, মোঃ আব্দুল কাইয়ুম ওরফে কাইয়ুম, মোঃ ইব্রাহীম শেখ ও মোঃ রাশেদুল ইসলাম শেখ ইতোপূর্বে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হয়ে হাজত বাস করেছে।
অন্যদিকে একই দিনে খিলক্ষেত এলাকা থেকে হিজবুত তাহরীর এর আরও ২ সদস্যকে সন্ধ্যা ০৬.৩০ টায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম মোঃ আরিফুল ইসলাম ও এ এস এম তারেক আমিন। উল্লেখ্য আরিফ ও তারেক তাদের দাবীকৃত ফেসবুক একাউন্ট থেকে হিজবুত তাহরীর এর বিভিন্ন লিফলেট পোস্ট দেয়া, অনলাইনে হিজবুত তাহরীর এর রাজনৈতিক সম্মেলন আটকাতে প্রতিরক্ষা বাহিনীকে চ্যালেঞ্জ করাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস ও পোস্ট দিয়ে রাষ্ট্রীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে। আসামীদের পোস্টকৃত অবৈধ স্ট্যাটাসগুলোর স্ক্রীনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (উত্তর) এর উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম(বার) এর নির্দেশনায় অতি: উপ-পুলিশ কমিশনার মোঃ শাহজাহান এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।