Gournadi Photo- 13-09-15

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১৩ সেপ্টেম্বর ২০১৫: বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে রবিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি পাটের গোডাউনসহ ১২ টি দোকান ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতির পরিমান প্রায় ১০ কোটি টাকা। আগুন নিভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছে।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল করিম জানান, দুপুর দেড়টার দিকে টরকী বন্দরের রায়পুট্রি শাহাবুব শরীফের পাটের গোডাউনে বিদ্যুতের শর্ট শাকিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পরে। আগুনে অমর রায়, পূন্য রায়, ভোলা রায়, নিখিল রায়, কমল রায়, বেল্লাল মাঝি, চঞ্চল মাঝি, মজিদ পাইক, কালাচাঁদ ভৌমিক, অসীম শীল,সুশান্ত মন্ডলের দোকান সর্ম্পূন ভস্মিভূত হয়। বরিশাল, উজিরপুর, গৌরনদী ও মাদারীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন নিভাতে গিয়ে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, ব্যবসায়ী পলাশ দাস, শহীদ বেপারী, অনিল ঘরামী, অর্জুন গাইনসহ অন্তত ১০ জন আহত হয়েছে।