f875f0fa6185cd68e4cfa77be40174f3-_AZI0142

দৈনিকবার্তা-ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০১৫: রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে ১০ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সি ব্লকের ওই বাসায় অভিযান চালিয়ে ১০ থেকে ১৩ বছর বয়সী এই শিশুদের উদ্ধারের পাশাপাশি চারজনকে আটকও করা হয় বলেও ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন। আটক ব্যক্তিরা হলেন আরিফুর রহমান, হাসিবুল ইসলাম সবুজ, জাকিয়া সুলতানা, ফিরোজ আলম শুভ। যে চারজনকে আটক করা হয়েছে, তারা নিজেদের অদম্য বাংলাদেশ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলে পরিচয় দিয়েছে। ওই শিশুদেরকে পুনর্বাসনের জন্য তারা বাসায় নিয়ে এনেছিল বলেও দাবি করেছে।

পুলিশ কর্মকর্তা মুনতাসির বলেন, এই শিশুদের অপহরণ করা হয়েছিল, না কি পুনর্বাসনের জন্য আনা হয়েছে, সেটা পুলিশ তদন্ত করে দেখবে। পাশাপাশি সংস্থাটির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে। শনিবার দুপুরে রামপুরা সি ব্লক ১০ নম্বর সড়কের ৭ নম্বর বাসার ৬তলায় ‘অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন’ এ অভিযান চালায় পুলিশ।স্থানীয়দের বরাত দিয়ে রামপুরা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আসাদুজ্জামান বলেন, উদ্ধার হওয়া ১০ শিশুর মধ্যে একজন দুপুর ১২টার দিকে ওই বাসা থেকে বের হয়ে চিৎকার করে বলে আমাদের এখানে আটকে রেখেছে, আপনারা বাঁচান। পরে এলাকাবাসী থানায় সংবাদ দিলে চারজনকে আটক এবং ১০ শিশুকে উদ্ধার করা হয়। এদের বয়স ৬ থেকে ৯ বছরের মধ্যে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা একটি এনজিও’র কাজে ওই শিশুদের একত্রিত করেছিলেন। তবে তাদের বক্তব্য সন্দেহজনক হওয়ায় চারজনকে আটক এবং ১০ শিশুকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।এনজিও’র আড়ালে আটক ব্যক্তিরা শিশু পাচার করছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ, জানান মুনতাসিরুল।