দৈনিকবার্তা-ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০১৫: টিউশন ফি’র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে সর্বাত্মক ছাত্র ধর্মঘট চলছে।শনিবার সকাল থেকে তিনদিনের এই ধর্মঘট শুরু হয়। একটানা চলবে সোমবার পর্যন্ত।এদিকে চট্টগ্রাম ও সিলেটেও সর্বাত্মক ছাত্র ধর্মঘট চলছে।শনিবার সকালে টিউশন ফি’র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর ধানমণ্ডিতে মানববন্ধন ও খণ্ড খণ্ড মিছিল করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারন্যাটিভ (ইউডা), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ বেশ কয়েকটি ইউনির্ভাসিটি ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সেখানে কোনো ধরনের ক্লাস ও পরীক্ষা হচ্ছে না।কর্মসূচি প্রসঙ্গে নো ভ্যাট অন এডুকেশন’ মুখপাত্র ফারুক আহমাদ আরিফ বলেন, সারাদেশ থেকে খবর পেয়েছি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজেগুলোতে ক্লাস বন্ধ রয়েছে। সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘট পালন করছেন শিক্ষক ও ছাত্ররা।ছাত্রধর্মঘট চলবে আগামী সোমবার পর্যন্ত। শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাড্ডার বাশবাগান এলাকা ও সাভারের গণবিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্ররা বিক্ষোভ ও সমাবেশ করছে।
সকালে কলাবাগান বাসস্ট্যান্ডের সামনে মানববন্ধন করেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এরপর ভ্যাট প্রত্যাহারের স্লোগান নিয়ে মিছিল করেন তাঁরা।একই সময় ধানমন্ডি ২৭ নম্বর থেকে মিছিল নিয়ে আসেন বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। প্রায় অর্ধশত মিছিলকারী ভ্যাটবিরোধী পোস্টার নিয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। সোবহানবাগ দিয়ে শুক্রবাদ বাসস্ট্যান্ড হয়ে মোহাম্মদপুরের ক্যাম্পাসে ফিরে যান তাঁরা।দুটি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী এই কর্মসূচি পালনের সময় আশপাশের সড়কগুলোয় প্রচণ্ড যানজট দেখা যায়। পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনের সড়ক, মিরপুর রোডে যানবাহনগুলো ধীরগতিতে চলতে থাকে।ধানমন্ডি জোনের সহকারী কমিশনার হাসান মোস্তফা বলেন, মিছিল, মানববন্ধন চললেও ভ্যাটবিরোধী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেননি। তেমন কোনো বড় ধরনের সমস্যা হয়নি।এদিকে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মূলত রোববারেই পূর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে নামবেন তাঁরা। রাজধানীর ধানমণ্ডি এলাকায় শনিবার এই শিক্ষার্থীদের মিছিল-মানববন্ধনে যান চলাচলের গতি ধীর হলেও বৃহস্পতিবারের মতো অবস্থার সৃষ্টি হয়নি।তবে ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটে একই দাবিতে মিছিলের সঙ্গে সড়ক অবরোধও করে শিক্ষার্থীরা, যার ফলে যান চলাচল ব্যাহত হয়।বৃহস্পতিবার বিক্ষোভে ঢাকা অচল হয়ে পড়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি থেকে সাড়ে ৭ শতাংশ ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে আদায় হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে সেই ভ্যাট আদায়ের কথা জানানো হলেও তাতে ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কা থেকে শিক্ষার্থীদের একটি দল আন্দোলনে রয়েছে। শনিবার থেকে তিন দিনের ধর্মঘট ডাকে তারা।
ধর্মঘটের প্রথম দিন সকাল সাড়ে ১১টার দিকে ধানমণ্ডির ২৭ নম্বর সড়কে দুই প্রান্তে, শুক্রাবাদ এলাকায় এবং ল্যাবএইডের পাশের রাস্তায় শিক্ষার্থীরা মানববন্ধন ও মিছিল নিয়ে নামে। ল্যাবএইড হাসপাতালের কাছে বেলা ১২টার দিকে মানববন্ধন করে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এরপর তারা সড়কে অবস্থান নেয়।অবরোধে সিটি কলেজ থেকে কলাবাগান যাওয়ার পথ আটকে যায়। কিছুক্ষণ পর ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেয়।পুলিশের অনুরোধে ঘণ্টাখানেকের মধ্যে রাস্তা ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এরপর তারা মানববন্ধন করে এবং দেড়টার মধ্যে কর্মসূচি শেষ করে যায় তারা।শুক্রবাদে বেলা ১টার দিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধনের সময় গাড়ি চলাচলের গতি ধীর হলেও শিক্ষার্থীরা সড়ক ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেড়টার মধ্যে তাদের মানববন্ধনের কর্মসূচি শেষ করে।আগের দিন বিক্ষোভে নামা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুল হাসান জানান, শনিবার তাদের কোনো কর্মসূচি ছিল না।তিনি বলেন, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের একটি সভা হওয়ার কথা রয়েছে। সেখানে কর্তৃপক্ষ এ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিবে। তাদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে আমরা রোববার পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রায়হান বলেন, তারা রোববার বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়ে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদে কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।বুধবার রামপুরায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে এর প্রতিবাদে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নামে আন্দোলনকারীরা। এতে যানজটে পুরো রাজধানী কার্যত অচল হয়ে যায়।এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিবৃতিতে জানায়, টিউশন ফির ওপর এই ভ্যাট আলাদা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে না বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারকে এই ভ্যাট পরিশোধ করবে।শিক্ষার্থীরা বলছে, শিক্ষার্থীদের সরাসরি দিতে না হলেও ওই ভ্যাটের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানাভাবে অন্য ফি বাড়িয়ে দেবে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইঙ্গিত করেছেন, এবার না হলেও পরবর্তী বছর থেকে এই ভ্যাট শিক্ষার্থীদেরই দিতে হবে। নো ভ্যাট অন এডুকেশন’ এর অন্যতম সমন্বয়ক জ্যোতির্ময় চক্রবর্তী বলেন, সরকারের বা এনবিআরের ব্যাখ্যা অতি চতুরতার্পূণ। শিক্ষা মৌলিক অধিকার। এর ওপর আমরা কোনো ধরনের ভ্যাট চাই না।
সিলেট : বেসরকারি উচ্চ শিক্ষায় সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারে দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শনিবার দুপুর ১২টা থেকে চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়ক অবরোধ করে রেখেছে সিলেটের চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভের মধ্যে সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, টিউশন ফির উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে না।তবে ওই ভ্যাট সরকারকে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ব্যয়ই বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করে আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থী রিমন আহমদ ও ফয়সল আহমদ বলেন, ভ্যাট নিয়ে সরকারের একেক রকম কথায় তারা অসন্তুষ্ট।
এ বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাট দিবে; পরের বছর থেকে আবার শিক্ষার্থীদের উপর ভ্যাট চাপিয়ে দেওয়া কিছুতেই মানা যায় না, বলেন রিমন।ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি।কর্মসূচিতে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি এবং রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ, নর্থইস্ট মেডিকেল কলেজ ও পার্কভিউ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম :উচ্চ শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশ আধা ঘণ্টা অবরোধ করে রেখেছিল বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শনিবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কের নামার আধা ঘণ্টা পর পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।ঢাকা ও চট্টগ্রামে শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভের মধ্যে সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, টিউশন ফির উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে না।তবে ওই ভ্যাট সরকারকে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ব্যয়ই বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করে আন্দোলন অব্যাহত রয়েছে। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মো. সাকিব বলেন, রোববার এবং সোমবারও আমরা একই কর্মসূচি পালন করব।সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই অংশেই যানজটের সৃষ্টি হয়।শিক্ষার্থীদের কর্মসূচি শুরুর কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের গাড়িবহর ওই সড়ক অতিক্রম করে।চন্দনাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে আমরা গিয়ে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করি।এর আগে গত বৃহস্পতিবার সকালেও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করেছিল।ওই দিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধে পুরো ঢাকা অচল হয়ে পড়ার পর সরকার শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট নেবে না বলে জানায়।