দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১২ সেপ্টেম্বর ২০১৫: গৌরনদী মডেল থানা, ঝালকাঠি সদর থানা ও মাদারীপূর সদর থানা পুলিশের তালিকাভুক্ত অপরাধী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী, জ্বীনের বাদশা খ্যাত বেদে সরদার আঃ রহিম ও তার সহযোগী আঃ সালামকে গ্রেফতার করেছে ঝালকাঠি থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২ টায় থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নলছিটি উপজেলার ভৈরবপাশা থেকে আঃ রহিম ও তার সহযোগী আঃ সালামকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাঁদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তাঁদের গ্রেফতারের জন্য ৩ টি জায়গায় অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে ভৈরবপাশার অভিযানটি সফল হয় বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
সদর থানার ওসি আঃ ছালাম বলেন, ঝালকাঠি বেদে পল্লীর সরদার আঃ রহিম ও তার সহযোগী আঃ সালামের বিরুদ্ধে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মাদারীপূর থানার একটি মামলায় ওয়ারেন্ট আসে ঝালকাঠি সদর থানায়। ওসি আঃ ছালাম জানান, ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী আঃ রহিমকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকায় অভিযান চালিয়ে রহিম ও তার সহযোগী আঃ সালামকে আটক করতে সক্ষম হয়েছি। ৪০৬ ও ৪২০ ধারায় গ্রেফতার দেখিয়ে তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে । উল্লেখ রহিম সরদার বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় অসহায় বেদেদের বিরুদ্ধে নামে বেনামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে অর্থ হাতিয়ে নেয় ।তার গ্রেফতারের খবর ছরিয়ে পরলে গৌরনদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয় ।