দৈনিকবার্তা-ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০১৫: বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিসে পুরুষ এককের ফাইনালে লড়বেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ ও দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। এই দ্বিতীয়বার ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন তারা। টুর্নামেন্টের সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে সরাসরি সেটে জয় পেয়েছেন জকোভিচ-ফেদেরার। সর্বপ্রথম ও সর্বশেষ ২০১১ সালে ইউএস ওপেনের শিরোপা স্পর্শ করেন জকোভিচ। এরপর তিন আসরের মধ্যে দু’টিতে ফাইনালে উঠলেও, শিরোপা স্পর্শ করা হয়নি তার। তবে দ্বিতীয়বারের মত ইউএস ওপেনের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আবারো মিশন শুরু করেন জকোভিচ। সেই মিশনের খুব কাছে দাঁড়িয়ে তিনি। সেমিফাইনালের গন্ডি পেরিয়ে ফাইনালে উঠে গেছেন জকোভিচ। সেমিফাইনালে জকোভিচ প্রতিপক্ষ হিসেবে সামনে পান নবম বাছাই ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে। প্রথম সেটেই চিলিচকে বড়সড় ধাক্কা দেন জকোভিচ। উদ্বোধনী সেটে চিলিচকে পয়েন্ট নেয়ার সুযোগই দেননি জকোভিচ। ২৪ মিনিটের মধ্যে ৬-০ গেমে সেটটি জিতে নেন তিনি।
দ্বিতীয় সেটেও প্রতিপক্ষকে চাপে রাখার ফর্মুলাটা বজায় রেখেছেন জকোভিচ। ফলে ২৯ মিনিটেই নিষ্পত্তি ঘটে দ্বিতীয় সেটে। অবশ্য এই সেটে পয়েন্টের স্বাদ পেয়েছেন চিলিচ। তারপরও ৬-১ গেমে সেটটি জিতেন জকোভিচ।আর তৃতীয় সেটে লড়াই করার চেষ্টা করেছিলেন চিলিচ। কিন্তু সেই লড়াই জকোভিচের জয়কে রুখতে পারেনি। ৩২ মিনিট সময় ব্যয় করে ৬-২ গেমে তৃতীয় সেট জিতে পঞ্চমবারের মত ইউএস ওপেনের ফাইনালে উঠেন জকোভিচ। তাই ম্যাচ শেষে বেশ খুশীই ছিলেন জকোভিচ, ‘আবারো ইউএস ওপেনের ফাইনালে উঠতে পেরেছি। ভালোই লাগছে। সায়ন আসল পরীক্ষা। পুরো টুর্নামেন্টের পারফরমেন্স ধরে রাখতে পারলে, শিরোপা আমারই হবে।শিরোপা জিততে হলে ফাইনালে ফেদেরারকে হারাতে হবে জকোভিচকে। কারন টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে ফেদেরার সরাসরি সেটে হারিয়েছেন তারই স্বদেশী স্তানিসলাস ওয়ারিঙ্কাকে। প্রথম সেট ৬-৪ গেমে জিতে শুভ সূচনাই করেন ফেদেরার। এজন্য সময় ব্যয় হয় ৩৬ মিনিট।
তবে দ্বিতীয় সেট ৩১ মিনিটেই জিতে নেন ফেদেরার। এই সেটের শুরুটা ভালো করেও, ৬-৩ গেমে হেরে যান ওয়ারিঙ্কা। প্রথম দুই সেট জয়ে ফাইনালের পথে অনেক দূর এগিয়ে যান ফেদেরার। তাই ২৫ মিনিটের মধ্যে তৃতীয় সেটেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন তিনি। ৬-১ গেমে তৃতীয় সেটটি জিতেন ফেদেরার। ২০০৯ সালের পর আবারো ইউএন ওপেনের ফাইনালে উঠতে পেরে ফেদেরার নিজেও খুশী, ‘দীর্ঘদিন পর আবারো ফাইনালের মঞ্চে আমি। বিষয়টা অনেক আনন্দের। আশা করছি আনন্দের মাত্রা ফাইনালে আরো বড় হবে। এখন ফাইনাল নিয়ে ভাবছি না। সেমির ম্যাচ জয়ের সময় উপভোগ করছি।ইউএস ওপেনে একবার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন জকোভিচ-ফেদেরার। ২০০৭ সালের ঐ ফাইনালে জিতেছিলেন ফেদেরার। ম্যাচের স্কোর লাইন ছিলো এমন, ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/২) ও ৬-৪।