দৈনিকবার্তা-নোয়াখালী, ১২ সেপ্টেম্বর ২০১৫: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা থেকে মাত্র ১শ গজ দূরে অবস্থিত জোনাকী জুয়েলারী দোকানে অভিনব পদ্ধতিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার বসুরহাট বাজারে এশিয়া শপিং সেন্টারে উক্ত ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল দোকানের পার্শ্বে অবস্থিত একটি ওয়াল ভেঙে সুড়ঙ্গ পথ তৈরি করে জুয়েলারী দোকানে ঢুকে লকার ভেঙ্গে ১১২ ভরি স্বর্ণলংকার নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতি কাজে ব্যবহৃত মাতুল, চেনা ও এসিডসহ নানা সরঞ্জমাদি পুলিশ উদ্ধার করেছে।
ডাকাতির সাথে জড়িত সন্দেহে পার্শ্ববর্তী নাছেরের দোকানের ২জন কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত: আনার বক্স মিয়ার ছেলে মোঃ সেলিম (৪৫) চরকাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিরাজুল হকের ছেলে আবদুর রহিম (২৫)। তাদেরকে পুলিশ থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জোনাকী জুয়েলারী দোকানের মালিক মোঃ ইউছুপ মিয়া জানান, তার দোকানের পেছনের দোকান প্লাস্টিক সামগ্রী বিক্রেতা নাছেরের দোকান। রাতে নাছেরের দোকানের একটি সাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে মধ্য স্থানের ওয়ালের নিচ বরাবর একটি সুড়ঙ্গ করে ডাকাত দল জুয়েলারী দোকানে ঢুকে লোহার লকার ভেঙ্গে রক্ষিত ১১২ভরি স্বর্ণলংকার নগদ ৭৫ হাজার টাকা লুটে নেয়। তার জুয়েলারী দোকানের সামনে কলাপসিবল গেটের সকল তালা অরক্ষিত ছিল। সকালে কলাপসিবলের তালা খুলে জুয়েলারী দোকানের ভিতরে ঢুকলে দেখা যায় সব লন্ডভন্ড হয়ে রয়েছে।
সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান সাজিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল মজিদ ঘটনার স্থলে গিয়ে পরিদর্শন করেন।জোনাকী জুয়েলারী দোকানের ওপরে আবাসিক হোটেল সনফ্লাওয়ার রেজিষ্টেশন বই জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। সন্দেহ জনক ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য আরএফএল প্লাস্টিক সামগ্রী বিক্রেতা দোকানের ২জন কর্মচারীকে থানায় নিয়ে যাওয়া হয়।বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি বেলায়েত হেসেন বেলাল ও সাধারণ সম্পাদক আবদুল মতিন লিটন জানান, রাতে বাজারের পুলিশ পাহারা ছিল। মার্কেটের ছকিদার পাহারা থাকা অবস্থায় থানা থেকে মাত্র ১শ গজ দুরে এভাবে দুর্ধর্ষ ডাকাতি হওয়া এটা অত্যান্ত দুঃখ জনক ছাড়া আর কিছুই নয়। এটা দীর্ঘ পরিকল্পনা করে সুক্ষ ভাবে ডাকাতি করছে। এঘটনার জন্য তারা তীব্র প্রতিবাদ জানান তারা।