দৈনিকবার্তা-কুমিল্লা, ১২ সেপ্টেম্বর ২০১৫: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জনস্বার্থ বিবেচনা করে এবং মহাসড়ককে যানজট মুক্ত রাখতে ঢাকা-চট্রগ্রামসহ দেশের সব মহাসড়কে ঈদের আগের ৩দিন ও পরের ৩দিন ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে পচনশীল পণ্যবাহী যান চলাচল করতে পারবে।শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগর ও জিংলাতলী সেতু উদ্বোধন শেষে এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও পচনশীল দ্রব্য ও ওষুধ পণ্য এবং গামের্ন্টস পণ্যবাহী পরিবহন চলবে। যাত্রী চাপ কমাতে গামের্ন্টস কর্তৃপক্ষকে প্রথম ধাপে বেশি সংখ্যক শ্রমিকদের ছুটি দেয়ার অনুরোধ জানানো হয়েছে।যাতে শ্রমিকদের ঘরে ফিরতে অসুবিধা না হয়।ওবায়দুল কোদের বলেন, ফোরলেন সড়কের কাজ দ্রুত শেষ হবে। কাজ শেষ হলে যানজট আরো কমে আসবে।ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে ঈদ-উল- আযহার আগে ও পরে তিন দিন মহাসড়কে ভারী পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, দেশের সকল মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঈদের আগের ও পরের তিন দিন মহাসড়কের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে গার্মেন্ট পণ্য ও পচনশীল পণ্য এ আওতার বাইরে থাকবে।একইসঙ্গে মহাসড়কে যাত্রীদের চাপ কমাতে গার্মেন্টগুলোকে একসঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার অনুরোধ জানান তিনি।একইসঙ্গে মহাসড়ক থেকে সকল বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।এসময় ফোরে লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুস সবুরসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।