map-blast_071411104634দৈনিকবার্তা-ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০১৫ : ২০০৬ সালে মুম্বাইয়ে ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে ১২ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাছাড়া ১ জনকে মামলা থেকে বেকসুর খালাস দেয়া হয়েছে। স্পেশাল মহারাষ্ট্র কন্ট্রল অফ অরগানাইজড ক্রাইম অ্যাক্ট শুক্রবার এই রায় শোনায়। দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা হলেন- আসিফ খান (৩৮), এহতেশাম সিদ্দিক (৩০), মজিদ শফি (৩২), শেখ আলম শেখ (৪১), সাজিদ আনসারী (৩৪), মোজাম্মেল শেখ (২৭), সোহেল মেহমুদ শেখ (৪৩), জমির আহমদ শেখ (৩৬), কামাল আহমেদ আনসারী (৩৭), তানভীর আহমেদ আনসারী (৩৭), নাভেদ হোসেন খান (৩০) ও ফয়সাল শেখ (৩৬)। আবদুল ওয়াহিদ শেখ নামে এক ব্যক্তি অভিযোগ থেকে খালাস পেয়েছেন। আগামী সপ্তাহে এ মামলার পূর্নাঙ্গ রায় ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় পর পর সাতটি আরডিএক্স বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৮৮ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন আরও ৮২৯ জন। ঘটনার পরেই মোট ৯ জনকে বিস্ফোরণের ঘটনায় যুক্ত থাকার দায়ে গ্রেফতার করে মুম্বই পুলিসের এটিস।হামলার ঘটনায় মূল অভিযুক্ত আজম চিমাসহ মোট ১৪ জন এখনও পলাতক। ৭/১১ বিস্ফোরণ মামলার বিচারপর্ব চলে টানা আট বছর ধরে রেকর্ড করা হয় প্রায় ১৯২ জন প্রত্যক্ষদর্শীর বয়ান।প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন ৮ জন আইপিএস এবং ৫ জন আইএএস অফিসারও। গতবছর আগস্ট মাসে শেষ হয় মামলার শুনানি।