আবূ হুরাইরাহ হতে বর্ণিত। তিনি বলেন,

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা বড় মিথ্যা ব্যাপার। তোমরা দোষ তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা পোষণ করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়ো না; বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও।

তাওহীদ পাবলিকেশন, গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ) অধ্যায়ঃ ৭৮/ আচার-ব্যবহার, হাদিস নম্বরঃ ৬০৬৪