news_img

দৈনিকবার্তা- ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০১৫: আওয়ামী লীগের চেতনার সঙ্গে জনগণের চেতনা সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে ঢাকা সেনানিবাসের মঈনুল হোসেন রোডের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন খালেদা জিয়া। এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকেই বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন দিনটিকে খালেদা জিয়ার কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে।

গয়েশ্বর চন্দ্র বলেন, আওয়ামী লীগের চিন্তার সঙ্গে জনগণের চিন্তার কোনো মিল নেই। আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার চিন্তার সঙ্গে জনগণের চিন্তার রাত আর দিন পার্থক্য রয়েছে।ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাজপথে যে আন্দোলন গড়ে তুলছে এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা সারাদিন ও রাত ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতো। অথচ শিক্ষার্থীদের উপর সরকার ভ্যাট ধার্য করার পরপরই ছাত্ররা রাজপথে নেমেছে। এর জন্য অবশ্যই প্রধানমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য।চলতি বছরের বাজেট দিয়ে অর্থমন্ত্রী বিশ্ব রেকর্ড করেছেন মন্তব্য করে গয়েশ্বর বলেন, এই বাজেটের ঘাটতি টাকা পূরণ করা অসম্ভব। তবে আমি অর্থমন্ত্রীকে বাজেটের ঘাতটি টাকা পূরণের জন্য পরামর্শ দিতে পারি। পরামর্শটা হলো- অর্থমন্ত্রীকে কেচি নিয়ে রাস্তার নেমে জনগণের পকেট কাটতে হবে। আর এক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করলে হবে না।গয়েশ্বর আরো বলেন, বেগম খালেদা জিয়া আজও কারামুক্ত নন। কারণ, বিএনপির সিনিয়র নেতারা যদি কারাগারে বন্দি থাকে তাহলে কীভাবে তিনি মুক্ত হন। বিএনপির সিনিয়র নেতারা যেদিন মুক্তি লাভ করবেন সেদিনই তিনি কারামুক্তি লাভ করবেন। বিএনপির এই শীর্ষ নেতা আরো বলেন, ১/১১ ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। আর এক-এগারো ষড়যন্ত্রকারীদের অনেকেই বেগম খালেদা জিয়াকে বেকায়দায় ফেলে পদ-পদবী নিয়েছিল।

চলতি বছরের বাজেট ঘাটতি পূরণে অর্থমন্ত্রীকে জনগণের পকেট কাটতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, চলতি বাজেটের ঘাটতি পূরণ করা অসম্ভব। এ ঘাটতি পূরণ করতে হলে অর্থমন্ত্রীকে রাস্তায় নেমে জনগণের পকেট কাটতে হবে।গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়া আজও কারামুক্ত নন। কারণ বিএনপির সিনিয়র নেতারা যদি কারাগারে বন্দি থাকেন, তাহলে কীভাবে তিনি মুক্ত হন। বিএনপির সিনিয়র নেতারা যেদিন মুক্তি লাভ করবেন, সেদিনই তিনি কারামুক্তি লাভ করবেন।আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডডভোকেট সানাউল্লাহ মিয়া, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।