doinikbarta-hannan

দৈনিকবার্তা-গাজীপুর, ১০ সেপ্টেম্বর ২০১৫: ৫ জানুয়ারির নির্বাচনের পরে আলাপ-আলোচনার মাধ্যমে আবারও একটি নির্বাচন দেয়ার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল তা থেকে সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ৷সব দলের ঐক্যের মাধ্যমে আলোচনার ভিত্তিতে বিএনপি নির্বাচন চায় বলে মন্তব্য করেনে স্থায়ী কমিটির এ সদস্য ৷তিনি বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে এ সরকারের কথায় যেমন অতীতে আস্থা স্থাপন করতে পারিনি, আগামীতেও করি না৷ কারণ, বর্তমান প্রধানমন্ত্রী নিজে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সামনে বলেছিলেন, ৫ জানুয়ারি নির্বাচন হবে সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন, নির্বাচন হয়ে গেলে পরে আলাপ-আলোচনার মাধ্যমে আবারও একটি নির্বাচন দেয়া হবে৷ সেই প্রতিশ্রুতি থেকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে, আওয়ামী লীগ সরে গেছে৷বৃহস্পতিবার সকালে গাজীপুরের একটি আদালতে ২০০৭ সালে গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়েরকৃত একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হান্নান শাহ৷

সরকারের সমালোচনা করে তিনি বলেন, এ সরকার গণতান্ত্রিক সরকার নয়, গণতান্ত্রিক মুল্যবোধ তারা বোঝে না৷ এমনকি নির্বাচনের আচরণবিধির একটিও তারা মানে না৷ দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়রদের সরিয়ে দেয়া হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, যে সকল জায়গায় জনগণ স্থানীয় সরকার গঠনে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছিল, সে সকল নির্বাচিত মেয়রদের তারা সরিয়ে দিয়ে অনির্বাচিত মেয়রদের দিয়ে স্থানীয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে৷ এতে বোঝা যায়, সরকার গণতন্ত্রের তোয়াক্কা করে না, নির্বাচনের ফলাফলকে ভয় পায়, এজন্য তারা সুষ্ঠ নির্বাচন দেয় না৷