দৈনিকবার্তা-ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০১৫: প্রত্যেক বিষয়ে রাষ্ট্র লুকোচুরি করছে অভিযোগ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, রাষ্ট্রকে লুকোচুরি খেলা বন্ধ করতে হবে৷ যেখানে যা ঘটে তা সরাসরি বলতে হবে৷ জনগণকে জানাতে হবে৷ এ ক্ষেত্রে লুকোচুরি করলে চলবে না৷বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত একাডেমির মিলনায়তনে ‘শিশু সুরক্ষায় করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন৷ড. মিজানুর রহমান কার্ল মার্কসের একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, বৃদ্ধ ও শিশুদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে৷ ১৮ বছরের নিচে কোনো শিশুর বিয়ে নয়৷
ড. মিজান দুঃখ প্রকাশ করে বলেন, তুরস্কের শিশু আইলান, সিলেটের রাজন ও রাজীবদের ঘটনা যখন মিডিয়ায় প্রকাশ হলো, তখনি আমাদের মানবতার ধার উন্মোচিত হল৷ আমাদের এ দায়িত্ব প্রতিটি ক্ষণেই থাকতে হবে৷তিনি আরো বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে শিশুরা হচ্ছে ভিআইপি৷ সব ক্ষেত্রেই শিশুরা প্রাধান্য পাবে৷ শিশুদের বহনকারী ভ্যান গাড়ি এলেই তা নিরাপদে যেতে সাহায্য করবে পুলিশ৷ কিন্তু আমাদের দেশে এর উল্টো চিত্র৷ আমাদের মন্ত্রীরা এলে শিশুদের ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড় করিয়ে অভিনন্দন জানাই৷ এর চেয়ে লজ্জা আর হতে পারে না৷ এটা বন্ধ করতে হবে৷ যে শিশু যেখানে আছে তাকে সেখানেই পড়াশোনার ব্যবস্থা করার দায়িত্ব রাষ্ট্রের৷মিজানুর রহমান প্রশ্ন রেখে বলেন, আমরা সভা-সেমিনারে জবাবদিহীতার কথা বলি৷ কিন্তু কখনো জবাবদিহীতার নিশ্চিয়তা পাই না৷ রাষ্ট্র কি শিশু বান্ধব হবে না? শিশুদের দিকে তাকাবে না?মিজানুর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে অনুরোধ করে বলেন, শিশুদের জন্য খেলার মাঠগুলো উন্মুক্ত করার ব্যবস্থা করুন৷
অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, দুর্বলের ওপর সবলের অত্যাচারের উত্কৃষ্ট উদাহরণ হচ্ছে বাংলাদেশ৷এটা বন্ধ করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা দরকার৷ শিশু নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে৷ বিচারহীনতার সংস্কৃতি শিশু নির্যাতন বাড়িয়ে তোলে৷অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, কবি কাজী রোজী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, শ্যামলী নাসরিন চৌধুরী, শিল্পী হাসেম খান প্রমুখ৷