2015-04-25_4_432839

দৈনিকবার্তা-নীলফামারী, ১০ সেপ্টেম্বর : মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই মন্তব্য করে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব অযৌক্তিক দাবী তোলা হচ্ছে। দেশে এমন কোন পরিস্থি’তি তৈরি হয়নি যে মধ্যবর্তি নির্বাচনের প্রয়োজন রয়েছে। নির্বাচন যথাসময়ে হবে এবং ওই নির্বাচনে জনগন যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর জিআরপি পুলিশ কমিউনিটি সেন্টারে পৌর আ’লীগের ত্রি বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। পৌর আ’লীগ সভাপতি জাওয়াদুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আ’লীগ সেক্রেটারী মমতাজুল হক বক্তব্য দেন।

সম্মেলনের শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন শেষে সম্প্রতি মৃত্যুবরণ কারী বিভিন্ন জনের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন তিনি আসলে মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকারীদের পুর্নবাসন করে জিয়াউর রহমান তাদের রক্ষা করতে চেয়েছিলেন কিন্ত পারেননি। হত্যাকারীদের বিচার হয়েছে বাকিদেরও বিচার হবেই। তিনি বলেন, আওয়ামী লীগের শক্তি হচ্ছে সংগঠন, আর সংগঠনের শক্তি হচ্চে আওয়ামী লীগ। সরকারের অবস্থান খুবই শক্তি। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে।