Gazipur-(3)- 10 September 2015-Teachers Meeting

দৈনিকবার্তা-গাজীপুর, ১০ সেপ্টেম্বর ২০১৫: বেসরকারি এমপিওভ’ক্ত শিক্ষক-কর্মচারীদের ৮ম পে-স্কেলে অন্তর্ভূক্ত করায় গাজীপুরে স্কুল ও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসন চত্ত্বরে এক সমাবেশে তারা ওই অভিনন্দন জানিয়েছেন।

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় গাজীপুর বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মো. আবুল হাসেম, চান্দনা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক এন এম হুমায়ুন কবির, ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক এনামুল হক প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকদের চ’ড়ান্ত আন্দোলনে যাওয়ার আগেই সরকার ৮ম পে-স্কেলে অর্ন্তভ’ক্ত করায় গাজীপুরের এমপিওভ’ক্ত শিক্ষক-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে ৫০০ টাকার বাড়ি ভাড়া ও ৩০০টাকার চিকিৎসাভাতা বাড়ানোরও দাবি জানিয়েছেন। তারা বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একজন অধ্যক্ষ যে বাড়ি ভাড়া পান সর্বনি¤œ পদের কর্মচারিও সেই পরিমান বাড়ি ভাড়া পান। তাই তারা সম্মানজনক বাড়ি ভাড়া বাড়নোর দাবি জানান। সমাবেশের আগে তারা এক র‌্যালীতে অংশ নেন।