নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ১০ সেপ্টেম্বর : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ মাসুমা আক্তার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিববার সকালে নারায়নগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিঁয়াজী শহিদুল আলম চৌধুরী এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, নুরে আলম, সোহেল ও সাব মিয়া।মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৭ এপ্রিল আড়াইহাজারে গৃহবধূ মাসুমা আক্তার বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে যায়। সেখানে দোকানদার নুরে আলম, সোহেল ও সাব মিয়া দোকান বন্ধ করে ভেতর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় মাসুমা চিৎকার দিলে আসামীরা মাসুমার গলা ও মুখ চেপে হত্যার পর বস্তা দিয়ে প্যাঁচিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে নুরে আলমকে গ্রেফতার করলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম. এ. রহিম জানান, এ মামলায় পুলিশ ৩ জনকে অভিযুক্ত করে আদালতে টার্জশীট দেয়। আদালত ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আদালতে দন্ডপ্রাপ্ত ৩ জনের মধ্যে নুরে আলম ও সাব মিয়া উপস্থিত ছিল এবং সোহেল পলাতক রয়েছে। আদেশে দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ড দেয়া হয়েছে।