দৈনিকবার্তা-তানোর, ১০ সেপ্টেম্বর ২০১৫: গতকাল বৃহস্পতিবার দুপুরে তানোর উপজেলা (কেন্দ্রীয় পল্লী উন্নয়ন সমিতি) বিআরডিপি নির্বাচন ও আনুষ্ঠানিক ভাবে নির্বচনের ফলাফল ঘোষনা ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ’লীগ সমর্থিত প্রার্থী কলমা ইউপি আ’লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম, সদস্য নির্বাচিত হয়েছেন সরনজাই ইউপি আ’লীগ সভাপতি আব্দুল মালেক ও শফিউর রহমান।এ উপলক্ষে বিআরডিপি’র হলরুমে এক বিষেশ সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার ও নির্বাচন প্রধান কমিশনার হাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুন্জুয়ারা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলমা ইউপি চেয়ারম্যান ও তানোর উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দান রশিদ ময়না, বিআরডিপি’র সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমখ। এসময় তানোর উপজেলার বিভিন্ন গ্রামের সমবায় সমিতির সভাপতি/ভোটারগন উপস্থিত ছিলেন।গত রোববার সকালে তানোর উপজেলা বিআরডিপি অফিসে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই কালে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজিব রহমানের কাগজ পত্রে ঘোষা মাজা থাকায় নির্বাচন কমিশনার তার প্রার্থীতা বাতিল ঘোষনা করেন।এর আগে অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় আ’লীগ সমর্থিত প্রার্থী কলমা ইউপি আ’লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপনকে বে-সরকারী ভাবে চেয়ারম্যান ঘোষনা করেন বিআরডিপি’র নির্বানের প্রধান নির্বাচন কমিশনার সহকারী পল্লী উন্নয়ন অফিসার হাফিজুর রহমান।