Gournadi Photo 10-09-15 (3)

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১০ সেপ্টেম্বর ২০১৫: বিসিএস সাধারন শিক্ষা সমিতি সরকারি গৌরনদী কলেজ ইউনিট’র আয়োজনে গতকাল সকালে কলেজ ক্যামপাসে শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেল সিলেকশন গ্রেট ও টাইম স্কেলে পূর্ণ বহাল এবং শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেডকে ৪র্থ গ্রেড ও ৪র্থ গ্রেডকে ৩য় গ্রেডে উন্নতি করার দাবিতে সকল সরকারি কলেজ, শিক্ষা বোর্ড, প্রশিক্ষন ইনিষ্টিটিউট একাডেমি সহ সকল শিক্ষা সংশ্লিষ্ট অফিসে পূর্ন দিবস কর্মবিরতি পালন অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ নিজামুল হায়দার, মো. নজরুল ইসলাম, মো. ওয়ালী উল্লাহ, মোহাম্মদ জুলহাস মিয়া, তাছমিন সুলতানা, রেহানা সুলতানা প্রমূখ। কর্মবিরতি পালন কালে কলেজে কোন ক্লাস না হওয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্ঠি হয় ।