Train

দৈনিকবার্তা-গাজীপুর, ১০ সেপ্টেম্বর ২০১৫: গাজীপুরে বৃহস্পতিবার ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। আনুমানিক ৩০ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ঢাকা-রাজশাহী রেলরুটে গাজীপুর সিটি করপোরেশনের সালনা রেলওভার ব্রীজের এক কিলোমিটার পশ্চিমে টেকিবাড়ি এলাকায় অজ্ঞাত এক যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার দুই পা কাটা পড়ে দেহ থেকে বিচ্ছিন্ন এবং মাথা ও হাতে থেতলে যায়। পরে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে নেভী ব্লু জিন্সের ফুল প্যান্ট ও কালো-সাদা স্ট্রাইপের ফুল শার্ট ছিল। এলাকাবাসীর বরাত দিয়ে দাদন মিয়া জানান, নিহত যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিল।