3q0o6xyc_54229

দৈনিকবার্তা-গাজীপুর, ১০ সেপ্টেম্বর ২০১৫: গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যাক্তি নিহত হয়েছে। তার নাম ইউসুফ (৪৫)। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজহারুল ইসলাম স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, বৃহস্পতিবার ভোর রাত আড়াইটার দিকে কয়েক গরু চোর গাজীপুর সদর উপজেলার বানিয়ার চালা এলাকার আরিফ হোসেনের গোয়াল ঘরে হানা দেয়। তারা গরু চুরি করে নিয়ে যাবার সময় বাড়ির লোকজন টের পেয়ে ডাকচিৎকার শুরু করলে এলাকাবাসি এগিয়ে আসে। পরে গ্রামবাসি ধাওয়া করে গরু চোর সন্দেহে ইউসুফকে (৪৫) আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যাক্তি নিহত হয়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে এব্যাপারে তদন্ত চলছে। নিহতের ঠিকানা জানা যায়নি।