দৈনিকবার্তা-গাইবান্ধা, ১০ সেপ্টেম্বর : গত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হঠাৎ করে গাইবান্ধা পৌরসভা এলাকার ৮৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন ছাত্র ও ছাত্রী নিবাসের শিক্ষার্থীরা রয়েছে। কর্তব্যরত চিকিৎসক শাহীনুর রহমান আক্রান্তের সঠিক কারন এখনও জানাতে পারেননি।

তবে তিনি আবহাওয়া ও খাবার পানি থেকে হয়ে থাকতে পারে বলছেন। আক্রান্ত ও তাদের স্বজনরা কেউ কেউ পৌরসভার সরবরাহকৃত পানির কারনে এমন হয়েছে মনে করছেন। এদিকে হাসপাতালে জায়গা ও চিকিৎসা না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন। গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ জানান, পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।