দৈনিকবার্তা-ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০১৫: টিউশন ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন৷ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় যানজটে স্থবির হয়ে পড়েছে নগর৷ দুর্ভোগে পড়েছেন পথচারীরা৷ ভ্যাট প্রত্যাহারের দাবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক আটকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট৷ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর অন্তত চারটি সড়ক আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা৷শিক্ষা কি পণ্য, ভ্যাট কি জন্য-ব্যানার নিয়ে অবৃহস্পতিবার সকাল থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ধানমন্ডির স্টেট ইউনিভার্সিটি, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে, মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে, চট্টগ্রাম নগরের জিইসি মোড় ও সিলেট সুরমা পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা৷ রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সারা দেশে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা৷আন্দোলনরত শিক্ষার্থী ফারুক আহমাদ আরিফ বলেন, নো ভ্যাট অন এডুকেশন’-এর ব্যানারে ঢাকার ছয়টি পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে৷ ধানমন্ডি ২৭ নম্বরে চক্ষু হাসপাতালের সামনে, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে, বনানী, মহাখালী ও উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করবেন৷ এর মধ্যে ধানমন্ডি ২৭ নম্বর, রাপা প্লাজা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে ও চট্টগ্রাম নগরীর জিইসি মোড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে৷ অন্যান্য স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুলিশ ঘিরে রেখেছে৷ফারুক আহমাদ আরিফ বলেন, রাজধানী ছাড়াও সাভারে গণবিশ্ববিদ্যালয়, শিকদার মেডিকেল কলেজ ও এনাম মেডিকেল কলেজ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে৷ চট্টগ্রাম রাজশাহী ও সিলেটেও এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে৷ তিনি বলেন, সারা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ৮৩টি, মেডিকেল কলেজ ৬৪টি ও প্রকৌশল কলেজ ১৭টি৷ এগুলোর মধ্যে এখন পর্যন্ত প্রায় ১০০টি প্রতিষ্ঠান এই আন্দোলনে অংশ নিচ্ছে৷ অন্যগুলোও আন্দোলনে অংশ নেওয়ার কথা৷
রাজধানীর রামপুরা সেতুর ওপর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন৷ তাঁরা সড়ক অবরোধ করে রেখেছেন৷ এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী৷ এদিকে শ্যামলীতে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন৷ এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে৷ অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন৷ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বুধবার পুলিশের হামলায় শিক্ষকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন৷ রাজধানীর আফতাবনগরে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এ হামলার ঘটনা ঘটে৷বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা, ধানমন্ডি, গুলশান ও বসুন্ধরার ফটকে বিক্ষোভ শুরু হলে নগরজোড়া ভোগান্তির সূচনা হয়৷ বেলা ২টার দিকে মহাখালী থেকে পুরো বিমানবন্দর সড়ক যানজটে স্থবির হয়ে থাকতে দেখা যায়৷
কোথাও সংঘর্ষ বা ভাংচুরের খবর পাওয়া না গেলেও যানজটের কারনে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে৷ বহু মানুষকে ভরদুপুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয় পায়ে হেঁটে৷ বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা৷বুধবার রামপুরায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে এর প্রতিবাদে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নামে আন্দোলনকারীরা৷তারা উত্তরা, প্রগতি সরণির বসুন্ধরা আবাসিক গেইট ও রামপুরা এলাকা, মহাখালীর ওয়্যারলেস গেইট এবং ধানমণ্ডি-২৭ নম্বর এলাকা ও আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে যান চলাচল বন্ধ হয়ে যায়৷উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় শিক্ষার্থীদের অবরোধের কারণে বিমানবন্দরমুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ একই অবস্থা চলে বাড্ডামুখী প্রগতি সরণিতে৷এতে এসব অংশে যানজটের সৃষ্টি হয়; অন্যদিকে উত্তরা থেকে ফার্মগেটমুখী সড়কে দেখা দেয় যানবাহন সঙ্কট৷
বেলা ১১টার পর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের কারণে গুলশান-১ নম্বর থেকে আমতলী মোড়ের দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷এতে বাড্ডা থেকে গুলশানমুখী সড়কে, গুলশান-২ থেকে গুলশান-১ এর আশেপাশের সড়কে এবং মহাখালীর আমতলি ও রেলগেইট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়৷যানবাহন না পেয়ে গুলশান-১ নম্বর এলাকায় অপেক্ষমান যাত্রীরা যানবাহন না পেয়ে গুলশান-১ নম্বর এলাকায় অপেক্ষমান যাত্রীরা রামপুরার আফতাবনগরে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের কারণে প্রগতি সরণির মেরুল বাড্ডা এবং রামপুরা ডিআইটি রোডে যানজট দেখা যায়৷ ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থেকে যাত্রী ও পথচারীদের ভোগান্তি চরমে ওঠে৷এ সময় বিমানবন্দর সড়কের খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড, এমইএস ও কাকলীতে শত শত মানুষকে গাড়ির প্রতীক্ষায় থাকতে দেখা যায়৷ অনেকে হেঁটেই গন্তব্যে রওয়ানা দেন৷বিশ্বরোড মোড় এলাকায় গাড়ির জন্য অপেক্ষমাণ এক যাত্রী দুপুর ১২টার দিকে বলেন, তিনি প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করেও গাড়ি পাননি৷
এক পর্যায়ে উত্তরামুখী কিছু কিছু গাড়ি বিমানবন্দর থেকে ঘুরে মহাখালীমুখী পথে রওনা হলে হুড়োহুড়ি করে সেসব গাড়িতে ওঠার চেষ্টা কর দেখা যায় অনেককে৷ফারুক আহমেদ নামে এক যাত্রী উত্তরার হাউজবিল্ডিং থেকে হেঁটে বিমানবন্দর আসেন এবং সেখানে ইউটার্ন নেওয়া এক গাড়িতে উঠে শহরের দিকে যাত্রা করেন৷ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মহাখালীমুখী যানবাহন বন্ধ করে দেওয়ায় গুলশান-১ নম্বর থেকে হেঁটেই রওয়ানা হন অনেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মহাখালীমুখী যানবাহন বন্ধ করে দেওয়ায় গুলশান-১ নম্বর থেকে হেঁটেই রওয়ানা হন অনেকে ফারুক বলেন, হাউজ বিল্ডিংয়ে রাস্তা আটকে থাকায় ঝামেলা হচ্ছে৷ মানুষের ভোগান্তির শেষ নেই৷
প্রগতি সরণির বসুন্ধরা আবাসিক গেইট এলাকায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে কোকাকোলা মোড় থেকে নর্দ্দা মোড় পর্যন্ত এবং বিপরীত মুখী পথে কুড়িল বিশ্বরোড থেকে বসুন্ধরা মোড় পর্যন্ত সড়কে অসংখ্য যানবাহন আটকা পড়ে৷ প্রগতি সরণিতে নামতে না পেরে কুড়িল ফ্লাইওভারের দুটি অংশে যানজট দেখা দেয়৷ধানমন্ডি ২৭ নম্বরে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে কারণে মিরপুর সড়কেও দেখা যায় একই পরিস্থিতি৷
নিউ মার্কেট থেকে উত্তরার যাত্রী ফারজানা চৌধুরী বলেন, সোবহানবাগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে মিরপুর রোডে তীব্র যানজট দেখা দিয়েছে৷এই ভোগান্তির কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন৷এদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বেলা ১১টার দিকে মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়েছে৷ মিছিল শেষে প্রগতি স্মরণীর বসুন্ধরা মোড়েও অবস্থান নেয় তারা৷এরপর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলশান ১ নম্বর সার্কেল থেকে মহাখালীগামী রাস্তা আটকে দেয়৷এছাড়া রাজধানীর হাউজ বিল্ডিং এলাকায় সড়কের বিমানবন্দরমুখী অংশ অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করে শিক্ষার্থীরা৷গুরুত্বপূর্ণ এই চার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের সড়কগুলোতে শুর হয় তীব্র যানজট, ভুগতে হয় নগরবাসীকে৷ ইস্ট ওয়েস্টের বিবিএ নবম সেমিস্টারের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, আমরা ভ্যাট কেন দিতে যাব? আমরা দাবি নিয়ে এসেছি৷ দাবি আদায়ে মাঠে থাকতে চাই৷
ধানমন্ডি থানার ওসি নূরে আজম বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার একাংশ বন্ধ করে বিক্ষোভ করছে৷ আমরা শান্তুিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালনের অনুরোধ করছি, বলেছি তারা যেন রাস্তা ছেড়ে দেয়৷ জনদুর্ভোগের কারণ যেন না হয়৷ বনানী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারে দাবিতে কর্মসূচি পালন করছেন৷ পুলিশ সেখানে অবস্থান নিয়ে আছে৷ যান চলাচলের জন্য ডাইভারশনের ব্যবস্থা করা হচ্ছে৷ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের কামরুল ইসলাম বলেন, ইস্ট ওয়েস্টের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে আমাদের এই অবস্থান৷
বিবিএর শিক্ষার্থী আরমান ও সাদমান জানান, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে ‘মিড টার্ম’ পরীক্ষা ছিল৷ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা রেখে আন্দোলনে যোগ দিয়েছেন৷শিক্ষার্থীদের কর্মসূচির কারণে সব পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সহুল আফজাল৷সাদমান বলেন, আজ সন্ধ্যা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে৷ রোববারও আবার ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চলবে৷
সরকার চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ করে৷ জাতীয় রাজস্ব বোর্ড গত ৪ জুলাই এ বিষয়ে আদেশ জারি করে৷এরপর থেকেই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন৷ বুধবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভের সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়৷ওই সময় আন্দোলনরতদের উপর পুলিশের গুলি ও লাঠিপেটার অভিযোগে বুধবার বিকেল ৪টা থেকে পাঁচ ঘন্টা রামপুরায় প্রগতি সরণী অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা৷এরপর নো ভ্যাট অন এডুকেশন ব্যানারে একটি সংগঠন বৃহস্পতিবার ঢাকার চার পয়েন্টে বিক্ষোভের ডাক দেয়৷ এছাড়া নারায়ণগঞ্জ, শরীয়তপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটেও বিক্ষোভ করার ঘোষণা দেয় সংগঠনটি৷ নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র ফারুক আহমাদ আরিফ বলেন, সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ ঘরে ফিরে যাবে না৷ আমরা সরকারের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসকারী ভ্যাট তুলে নিয়ে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন৷ অন্যথায় ছাত্রসমাজ, শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষাবিদ, সাধারণ মানুষসহ দেশের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব৷
টিউশন ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি ও আন্দোলনরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছে৷ রাজপথে এ আন্দোলনের কারণে রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে৷শিক্ষার্থীরা রাজধানীর অধিকাংশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় তীব্র যানজটে অচল হয়ে পড়েছে পুরো নগরী৷ অচলাবস্থার কারণে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে কর্মজীবী মানুষকে৷তীব্র যানজটের বিষয়ে ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আবু ইউসুফ বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছি৷ যানজট নিরসনের জন্য বিকল্প রাস্তা দিয়ে (রং সাইড) যানবাহন চলাচলের অনুমতি দিয়েছি৷পুলিশ রাস্তায় হেঁটে হেঁটে যান চলাচল নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেন তিনি৷ভ্যাট প্রত্যাহারের দাবিতে সকাল সাড়ে ১১টা থেকে রামপুরা ব্রিজ ও মেরুল বাড্ডা এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা৷ এ কারণে রামপুরা ব্রিজকে ঘিরে থাকা রামপুরা-হাতিরঝিল-বাড্ডা-বনশ্রী এলাকার যান চলাচল বন্ধ রয়েছে৷একই দাবিতে দুপুর ১২টা থেকে উত্তরায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন উত্তরা ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি, সান্তা মারিয়াম ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি ও এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা৷ ফলে এয়ারপোর্ট থেকে আবদুল্লাহপুর পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে৷ধানমন্ডিতে রাস্তার একপাশে বসে বিক্ষোভ করছেন স্টামফোর্ড, ড্যাফোডিল ও ল্যাবএইড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা৷ এ কারণে নিউমার্কেট থেকে ধানমন্ডি ২৭ পর্যন্ত দেখা দিয়েছে স্থবিরতা৷
শ্যামলী মোড়ে আশা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় মিরপুর ও গাবতলী যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে৷বারিধারার নর্দ্দা-নতুনবাজার-কুড়িল এলাকা অবরোধ করে রেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বাংলাদেশের শিক্ষার্থীরা৷এছাড়া, মহাখালী ওয়ারলেস এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা৷ এ কারণে গুলশান ১ নম্বর থেকে মহাখালী পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে৷এসব গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় পুরো রাজধানীই অনেকটা স্থবির হয়ে পড়েছে৷বারিধারা রোডে আন্দোলনরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের সবার পরিচয় আমরা শিক্ষার্থী৷ আমরা সবাই এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি৷ আমাদের একটাই দাবি, শিক্ষার উপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো৷তারা আরও বলেন, বুধবার একই দাবিতে আমাদের শিক্ষার্থী ভাইদের উপর কেন লাঠিচার্জ ও গুলি চালানো হলো, এর উত্তর চাই৷ আমরা তো সন্ত্রাসী নই, তবে কেন আমাদের সঙ্গে এই ববর্র আচরণ করা হলো?ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, পুলিশ ধৈয্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে৷ আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নজরদারি রাখছি৷