দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১০ সেপ্টেম্বর ২০১৫: বরিশালের আগৈলঝাড়ায় গ্রামীণ ও রবি ফোনের টাওয়্যারে ডাকাতি করতে এসে জনতার হাতে ধরা পড়েছে ৫ ডাকাত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার রাজিহার ইউনিয়নে রাংতা বাজার সংলগ্ন গ্রামীণ ও রবি টাওয়্যারে সংঘবদ্ধ ডাকাত দল টাওয়্যার ভবনের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ব্যাটারী সহ মূল্যবান মালামাল লুটের সময় অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ঢাকার গ্রামীণ ফোনের কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা দপ্তরে সিগনাল পেয়ে তাৎক্ষনিক গ্রামীণ ফোনের বরিশাল জেলা কার্যালয়, আগৈলঝাড়া থানা পুলিশ ও স্থানীয়দের ডাকাতির এই ঘটনা জানিয়ে ব্যবস্থা নিতে আহবান জানালে গ্রামবাসীসহ প্রশাসন অভিযান চালিয়ে ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ ডাকাতি কাজে অন্যান্য উপকরণ সহ হাতে নাতে ৫ ডাকাতকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
ধৃত ডাকতরা হল বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামের আদম আলী হাওলাদারের ছেলে কাওছার হাওলাদার (২৫) একই উপজেলার উত্তর পালরদী গ্রামের আইয়ুব খানের ছেলে ইব্রাহীম খান (৩২) একই উপজেলা হাপানিয়া গ্রামের আলী হোসেনের ছেলে আরিফ হাওলাদার (২৪), ভোলার সদর উপজেলা বাপতা গ্রামের আবুল কাশেমের ছেলে ইউনুস খলিফা (৪০) ও ভোলার সদর উপজেলার উত্তর দিগান্ধি গ্রামের কারি মোঃ ইসমাইল উদ্দিনের ছেলে ফকরুল ইসলাম (৪৫)। গ্রেফতারকৃতরা পুলিশের কাছে ডাকাতির কথা স্বীকার করেছে। ডাকাতদের কাছে উন্নত প্রযুক্তির তৈরী নিজ নিজ নামে ইস্যু করা গ্রামীণ ফোনের কর্মরত বিভিন্ন পর্যায়ের পরিচয়ে ডিজিটাল আইডি কার্ড পাওয়া গেছে, যা অবিকল আইডি কার্ডের মতই দেখতে। এঘটনায় গ্রামীণ ফোনের বরিশাল জেলা কার্যালয়ের দপ্তর থেকে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ডাকাতি এ কাজে স্থানীয় লোকজনের যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে।