7e6a6809350b984ca8a7f19323e83ca7c8ee92cb

দৈনিকবার্তা-ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০১৫: মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃতু্যদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর(সাকা) আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় কোনো কৌঁসুলি উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷ আগামী ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে এর জবাব দিতে বলা হয়েছে৷বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবু্যনাল বৃহস্পতিবার এ নোটিশ দেন৷

সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আজ আদেশের দিন ধার্য ছিল৷এ বিষয়ে রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলি সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, ‘মামলার তারিখ প্রসিকিউশনে উল্লেখ আছে৷ এখানে দাপ্তরিক কোনো ভুল হয়নি৷ তবে এর পরেও সংশ্লিষ্ট কৌঁসুলি কেন উপস্থিত থাকতে পারেননি, এটা খুঁজে বের করে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব৷’তিনি আরও বলেন, এ মামলাটি প্রথম দিন থেকে পরিচালনা করছেন জিয়াদ আল মালুম, তাপস কান্তি বল ও জাহিদ ইমাম৷ এর মধ্যে তাপস কান্তি বলকে জানানো হয়েছিল, কিন্তু কেন তিনি উপস্থিত থাকতে পারেননি, এটা জানার চেষ্টা করছি৷এর আগেও একবার এই মামলায় রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি উপস্থিত না থাকার ঘটনা ঘটেছিল৷