zail

দৈনিকবার্তা- ফেনী, ৮ সেপ্টেম্বর ২০১৫: ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন খোকন ও চর দরবেশ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ গতকাল মঙ্গলবার রাজনৈতিক মামলায় ফেনী কোর্টে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

চেয়ারম্যানদ্বয়ের পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণ পদক প্রাপ্ত ও বিপুল ভোটে বিজয়ী দুই বারের চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন খোকন এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চর দরবেশ ইউপির দুই বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেকের নামে ১০/১৫টি করে রাজনৈতিক মামলায় আসামী করে। এর মধ্যে ৭/৮টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেয়।

মঙ্গলবার দুপুরে ফেনী চীফ জুডিশিয়াল ম্যাজেষ্ট্রেটের আদালতে তারা ৩টি মামলার জন্য জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতের হাকিম সিনিয়র জুডিশিয়াল ম্যাজেষ্ট্রেট খায়রুন নেছা উক্ত ৩ মামলায় দীর্ঘ শুনানি শেষে ১টি মামলায় জামিন মঞ্জুর করে এবং বাকি ২টি মামলায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। চেয়ারম্যানদ্বয়ের মামলা পরিচালনা করেন ফেনী কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট মেসবাহ উদ্দিন খাঁন ও এডভোকেট আনোয়ারুল করিম ফারুক। এদেরকে সহযোগীতা করেন এডভোকেট সৈয়দ মিজানুর রহমান, এডভোকেট ইউসুফ আলমগীর, এডভোকেট আবুল বশর, এডভোকেট ফরিদ উদ্দিন নয়ন, এডভোকেট হানিফ মজুমদারসহ প্রায় ২০/২৫জন আইনজীবী।

এদিকে বিএনপির সাবেক উপজেলার দুই শীর্ষ নেতা ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান কে প্রহসন ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটকের তীব্র নিন্দা ও নি:শর্ত মুক্তি দাবী করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক, সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সাবেক উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাবলু এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন। উল্লেখ্য, ফেনী কারাগারে নিরাপত্তা জনিত কারনে তাদেরকে ফেনী থেকে কুমিল্লা কারাগারে গতকাল বিকালে পুলিশী প্রহরায় প্রেরন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।