দৈনিকবার্তা-ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০১৫: রাজধানীর বিভিন্ন থানা এলাকা হতে অজ্ঞান পার্টি চক্রের ১৯ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।রাজধানীর পল্টন থানা এলাকায় ০২.১৫ টায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পাটি চক্রের ৩ জন নেতাসহ মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ পলাশ মোল্লা, মোঃ আব্দুল মান্নান, মোঃ শাহিন, মোঃ ফারুক চৌধুরী ওরফে মাসুম ও মোঃ সোহেল দের গ্রেফতার করা হয়।যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ বাসটার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে বিকেল ০৫.১০ টায় অজ্ঞান পার্টি চক্রের সদস্য মোঃ আব্দুর রহমান শেখ, মোঃ জাকির হোসেন, মোঃ মানিক হোসেন, মোঃ ওমর ফারুক, মোঃ ইসমাইল হোসেন ও মোঃ জয়নাল আবেদীন ওরফে বাবুল খন্দকারদের গ্রেফতার করে।অভিযানের ধারাবাহিকতায় ০৭/০৯/২০১৫ তারিখ রাত ০৮.৪৫ টায় রমনা থানাধীন মগবাজার চৌরাস্তা হতে অজ্ঞান পার্টির মহাজন(নেতা) মোঃ আব্বাস আলী, মোঃ শহর আলী, মোঃ আব্দুল মতিন ওরফে মতি, মোঃ সুলতান শেখ, মোঃ আব্দুল খালেক, মাহিনুর ও রাশেদুল ইসলাম ওরফে রিপন। এ সময় তাদের হেফাজত হতে চেতনা নাশক ট্যাবলেট মাইলাম-৭.৫ মি.গ্রা. ৩০ পিস, ডরমিটল-৭.৫ মি.গ্রা.৩০ পিস এবং লোনাজেপ-২-২মি.গ্রা.৩০ পিস এবং চেতনা নাশক হালুয়া ০৭ কৌটা উদ্ধার করা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা নিরীহ মানুষকে অজ্ঞান করে তাদের টাকা-পয়সা ও সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র নেওয়ার জন্য প্রস্তুতিসহ অবস্থান করছিল। উল্লেখিত আসামীরা মহাখালী হতে টঙ্গী-গাজীপুর- ময়মনসিংহ- টাঙ্গাইল রুটে; গাবতলী হতে সাভার- আশুলিয়া- চান্দুরা- মানিকগঞ্জ রুটে; যাত্রাবাড়ী, সায়েদাবাদ হতে মাওয়া- চিটাগাং রোড-নারায়ণগঞ্জ রুটে ক্যানভাসার বেশে এবং সাধারণ যাত্রী বেশে চলন্ত বাসে উঠে যাত্রীদেরকে টার্গেট করে কথপকোতনের মাধ্যমে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন ছলে বলে কৌশলে নেশা জাতীয় হালুয়া খাইয়ে অচেতন/অজ্ঞান করে তাদের দলীয় অন্যান্য সদস্যরা সর্বস্ব নিয়ে কৌশলে বাস হতে নেমে যায়। এ সংক্রান্তে তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম, বিপিএম,পিপিএম (বার) এর নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মোঃ মাহবুব আলম, পিপিএম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (পূর্ব) জনাব খন্দকার নুরুন্নবী এর তত্ত্ব¡াবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনারমোঃ ¯িœগ্ধ আখতার, এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।