দৈনিকবার্তা-ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০১৫: সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়ে সোমবার অষ্টম পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের পরও পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার পূর্ণ কর্মবিরতি পালন করবে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা৷ সোমবার বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন এ কথা জানিয়েছেন৷তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের মঙ্গলবারের কর্মসূচি চলবে৷অধ্যাপক ফরিদ বলেন, অষ্টম পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের পরও আমাদের দাবির ব্যাপারটি সরকার পর্যালোচনা করবে বলে শুনেছি৷ যদি ইতিবাচক সিদ্ধান্ত আসে তবে আমরা কর্মসূচি প্রত্যাহার করবো৷কিন্তু নেতিবাচক সিদ্ধান্ত আসলে আমরা লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হব৷ কারণ এটা গোটা শিক্ষক সমাজের মর্যাদার প্রশ্ন৷ তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমাদের কঠোর হওয়া ছাড়া উপায় নাই৷
গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রস্তাবিত অষ্টম বেতন কমিশনে শিক্ষকদের গ্রেড পুননির্র্ধারণের দাবিতে মঙ্গলবার পূর্ণ কর্ম বিরতি পালনের ঘোষণা দেওয়া হয়৷ বাংলাদেশের ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে এ পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে৷ওই সংবাদ সম্মেলনে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবিত বেতন কাঠামোতে অবনমন করে শিক্ষকদের মর্যাদাহানির বিষয় সরকারকে অবগত করতে আমরা গত ১৪ মে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছি৷এর মধ্যে ছিলো মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও তিন ঘন্টার কর্মবিরতি৷কিন্তু সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কেউ কিছু বলছেন না৷ তাই এবার আমরা কঠোর কর্মসূচির দিকে যাচ্ছি৷একই সঙ্গে ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ফেডারেশনের পক্ষ থেকে সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল৷তিনি বলেন, সারাদেশ থেকে শিক্ষক সমিতি প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য দেবেন৷ সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে৷এছাড়া আগামী বৃহস্পতিবার প্রধান প্রধান পত্রিকাগুলোর সম্পাদকদের সঙ্গে ফেডারেশন মতবিনিময় সভা করবে বলেও জানান অধ্যাপক মাকসুদ কামাল৷
অধ্যাপক ফরিদ আরও বলেন, একদিকে সরকার শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবি মানছে না, অন্যদিকে তাদেরকে আরও কয়েকধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে৷ আমরা তো বেতন বাড়ানো বা টাকা-পয়সার কথা বলছি না; আমরা বলছি আমাদের প্রাপ্য মর্যাদাটুকু আমাদের দিন৷দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যে সময়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রয়েছে, সে সময় পরিস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্রমূলকভাবে শিক্ষকদের মর্যাদাহানির অপচেষ্টা করা হচ্ছে৷সপ্তম বেতন কাঠামোয় সচিব, সিলেকশন গ্রেডের অধ্যাপক ও মেজর জেনারেলদের এক নম্বর গ্রেডে রাখা হলেও নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেডের অধ্যাপক ও অধ্যাপকদের বেতন তিন থেকে চার ধাপ নিচে নেমে গেছে৷নতুন কাঠামোতে এই অবনমনের প্রতিবাদসহ চার দফা দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন চালিয়ে আসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা৷